এক বছরে রাজ্যে মাছের উৎপাদন বৃদ্ধি পেয়েছে দেড় হাজার টন -মৎস্য মন্ত্রী

Nov 14, 2025

এক বছরে রাজ্যে মাছের উৎপাদন বৃদ্ধি পেয়েছে দেড় হাজার টন -মৎস্য মন্ত্রী

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃবৃহস্পতিবার আগরতলার গোর্খা বস্তিস্হিত মৎস্য অধিকর্তার কার্যালয়ে মৎস্য দপ্তরের রাজ্যভিত্তিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় ।এটি ছিল চলতি অর্থ বর্ষের দ্বিতীয় পর্যায়ের বৈঠক। এই বৈঠকে উপস্থিত ছিলেন মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস ,সচিব দীপা ডি নায়ার ,অধিকর্তা সন্তোষ দাস সহ মৎস্য দপ্তরের মহকুমা ও জেলা পর্যায়ের আধিকারিকরা ।    এই বৈঠক প্রসঙ্গে বলতে গিয়ে মৎস্য মন্ত্রী সুধাংশু দাস জানান, ২০২৫-২৬ অর্থ বর্ষের বিগত ছয় মাসে দপ্তরের বাজেট বরাদ্ধ অনুসারে কতটা হয়েছে ,কতটা কাজ করা যায়নি ,কেন কাজ সম্পন্ন করা যায়নি ,অর্থ কিভাবে ব্যয় করা হয়েছে ,যে সমস্ত প্রকল্প হাতে নেওয়া হয়েছে তার অগ্রগতি কতটা –    সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে ।একই সাথে আগামী তিন থেকে চার মাস  দপ্তরের কি কি কাজ করা হবে সেই ব্যাপারেও আলোচনা করা হবে ।মৎস্য মন্ত্রী আরো জানান ,মৎস্য দপ্তর রাজ্যের গরিব এবং কৃষকদের দপ্তরের মাধ্যমে কিভাবে সাবলম্বী করা যায় তা নিয়ে এই বৈঠকে মতামতের উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।