৪৫টি ফ্লটে এক লক্ষেরও অধিক গাঁজা গাছ ধ্বংস

Nov 14, 2025

৪৫টি ফ্লটে এক লক্ষেরও অধিক গাঁজা গাছ ধ্বংস

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক আইপিএস বিকাশ সেন্থিয়া এবং বিশালগড় থানার ওসি বিজয় দাসের অভিযানে বিশালগড় থানা এলাকার সমস্ত গাঁজা চাষীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। আবারও বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক আই পি এস বিকাশ সেন্থিয়ার নেতৃত্বে যৌথ বাহিনীর গাজা বিরোধী অভিযানে সাফল্য। জানা গেছে বৃহস্পতিবার সকাল থেকে বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক আইপিএস বিকাশ সেন্থিয়া এবং বিশালগড় থানার ওসি বিজয় দাসের নেতৃত্বে যৌথ বাহিনী প্রচুর শ্রমিক নিয়ে বিশালগড় থানা এলাকার বংশীবাড়ি এডিসির ভিলেজের বেল বাড়ি এবং বরকুচি এলাকার প্রত্যন্ত টিলাভূমিতে গাঁজা গাছ ধ্বংসের অভিযানে বের হন। এদিনের এই গাঁজা বিরোধী অভিযানে ছিলেন  বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক আইপিএস বিকাশ সেন্থিয়া, বিশালগড় থানার ওসি বিজয় দাস, সিপাহীজলা জেলার গোয়েন্দা শাখা, সিআরপিএফ,১১ নং ব্যাটালিয়ন টিএসআর, ১৪ নং ব্যাটালিয়ন মহিলা টিএসআর। এদিন যৌথ বাহিনীর অভিযান কারী দলটি ওই এলাকার প্রত্যন্ত টিলা ভূমিতে প্রবেশ করে একের পর এক গাজা বাগান ধ্বংস অভিযান শুরু করে। একের পর এক টিলা ভূমিতে পুলিশের এই গাঁজা গাছ ধ্বংস অভিযান গাঁজা চাষীরা দূরের জঙ্গল থেকে লুকিয়ে দেখতে থাকে। এদিন পুলিশের এই অভিযানকারি দলটি ৪৫টি ফ্লটে এক লক্ষেরও অধিক গাঁজা গাছ ধ্বংস করতে সক্ষম হয়।