নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ পিএমশ্রী চন্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর উদ্যোগে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে শুক্রবার বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় বিজ্ঞান ভিত্তিক মডেল, কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন আমবাসা পুর পরিষদের চেয়ারপারসন প্রতিমা মালাকার। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর দ্বয় উত্তম অধিকারী, সুমন দেবনাথ এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুদীপ ভট্টাচার্য। উদ্বোধন পর্ব শেষে অতিথিগণ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের দ্বারা তৈরি করা বিজ্ঞানভিত্তিক মডেল গুলি ঘুরে দেখেন এবং ছাত্র-ছাত্রীদের উৎসাহ প্রদান করেন।
এদিনের এই অনুষ্ঠান সম্পর্কে বলতে গিয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুদীপ ভট্টাচার্য বলেন ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠরত ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। ষষ্ঠ থেকে অষ্টম এবং নবম থেকে দ্বাদশ শ্রেণী এই দুইটি গ্রুপে ৪২ টি বিজ্ঞান ভিত্তিক মডেল ছাত্র-ছাত্রীরা তৈরি করে। প্রত্যেকটি গ্রুপে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। তাদের এই মডেল গুলি তৈরি করতে বিদ্যালয়ের শিক্ষকরা পরামর্শ দিয়ে যথেষ্ট সাহায্য করেছেন। এছাড়াও কুইজ প্রতিযোগিতায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। পরবর্তী সময়ে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে ডিবেট কম্পিটিশন অনুষ্ঠিত হয়। প্রত্যেকটি অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়।