নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ উত্তর জেলা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর, ধর্মনগর পুর পরিষদ ও উত্তর ত্রিপুরা জেলা পরিষদের যৌথ উদ্যোগে এবং আর. ডি. ধর্মনগর ডিভিশন ও পূর্ত দপ্তর ধর্মনগর ডিভিশনের সহযোগিতায় ধর্মনগরে বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে উত্তর ত্রিপুরা জেলা ভিত্তিক যুব উৎসব ও বিজ্ঞান মেলা ২০২৫ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর, সমাজকল্যাণ, সমাজশিক্ষা ও শ্রম দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, বিধায়ক যাদব লাল দেবনাথ, উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ, সহকারী সভাধিপতি ভবতোষ দাস, ধর্মনগর পুর পরিষদের চেয়ারপার্সন মিতালী রানী দাস সেন, কালা ছাড়া পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন সহ আরও বিশিষ্ট অতিথিবৃন্দ। উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য রাখেন উত্তর ত্রিপুরা জেলা ক্রীড়া দপ্তরের আধিকারিক বিভাবসু গোস্বামী। প্রথমে ব্লক ভিত্তিক, পরে মহকুমা ভিত্তিক এবং সবশেষে আজ উত্তর ত্রিপুরা জেলা ভিত্তিক এই যুব উৎসব ও বিজ্ঞান মেলা 2025 অনুষ্ঠিত হয় জেলা সদর ধর্মনগরে। পাশাপাশি বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে মন্ত্রী টিংকুড়ায় সাথে উপস্থিত যুবক যুবতীদের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়।