নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ দেশের অন্যান্য রাজ্যের ন্যায় আমাদের ছোট্ট রাজ্য ত্রিপুরার বিভিন্ন মহকুমার সাথে শনিবার রাজ্য সরকারের ধলাই জেলার ট্রাইবেল ওয়েলফেয়ার দপ্তরের উদ্যোগে গন্ডাছড়া মহকুমার উল্টাছড়ার একলব্য আবাসিক বিদ্যালয়ের ময়দানে অনুষ্ঠিত হয় জনজাতি গৌরব দিবস। স্বাধীনতা সংগ্রামী এবং দেশ প্রেমিক ভগবান বিরসা মুন্ডার দেরশো বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত জনজাতি গৌরব দিবসের উক্ত অনুষ্ঠানে গন্ডাছড়া মহকুমার উল্টাছড়ায় নবনির্মিত একলব্য আবাসিক বিদ্যালয়ের ভারচুয়েলি দ্বারোদ্ঘাটন করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দাস দামোদরণ মোদী। উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন এমডিসি ভূমিকানন্দ রিয়াং। তাছাড়াও উপস্থিত ছিলেন ডুম্বুরনগর ব্লকের বিএসি চেয়ারম্যান প্রেমসাধন ত্রিপুরা, সমাজ সেবক ধন্যমানিক ত্রিপুরা, চরণবাসী ত্রিপুরা, বর্ণা দাস, মহকুমা শাসক চন্দ্রজয় রিয়াং সহ অন্যান্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুম্বুরনগর ব্লকের ভাইস -চেয়ারম্যান বিকাশ চাকমা। সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে মঞ্চে উপবিষ্ট অতিথিদের রিষা এবং ব্যাজ পড়িয়ে বরণ করে নেন ছাত্রছাত্রীরা। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উদ্বোধক তথা এমডিসি ভূমিকানন্দ রিয়াং। স্বাগত ভাষণ রাখেন মহকুমা শাসক চন্দ্রজয় রিয়াং। ভারচুয়ালি বা ভিডিও কনফারেন্স -এর মাধ্যমে দেশ প্রেমিক ভগবান বিরসা মুন্ডার স্মরণে গন্ডাছড়া মহকুমার উল্টাছড়ায় একলব্য আবাসিক বিদ্যালয়ের দ্বারোদ্ঘাটন করেন দেশের যসস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী। অনুষ্ঠানে মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন। সারাজাগানো উক্ত অনুষ্ঠানে বিভিন্ন নাচ গান পরিবেশন করেন বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। উক্ত একলব্য আবাসিক বিদ্যালয়ের ফলক উন্মোচন করে এমডিসি ভূমিকানন্দ রিয়াং বলেন রাজ্যের প্রত্যন্ত অঞ্চল গুলিতে শিক্ষার মানোন্নয়ন আরো বেশী করে বাড়াতে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যৌথভাবে প্রয়াস চালিয়ে যাচ্ছেন। যার ফল স্বরূপ এই একলব্য আবাসিক বিদ্যালয়। এই বিদ্যালয়ের মান রক্ষা করার দায়িত্ব আমাদের এবং মহকুমার সকল অংশের নাগরিকদের নিতে হবে বলে জানান এমডিসি ভূমিকানন্দ রিয়াং। তাছাড়াও দেশপ্রেমিক ভগবান বিরসা মুন্ডাকে স্মরণ করে দিনটির তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন এমডিসি ভূমিকানন্দ রিয়াং। অনুষ্ঠানটি পরিচালনা করেন মহকুমার ট্রাইবেল ওয়েলফেয়ার অফিসার ডিসিএম দিলীপ দেব্বর্মা।