নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ বিহার রাজ্যে বিজেপি দলের নেতৃত্বাধীন এনডিএ জোটের অভাবনীয় সাফল্যের পরিপ্রেক্ষিতে দেশ জোরে বিজেপি দলের কর্মী সমর্থকরা বিজয় উল্লাস করছে। এর পাশাপাশি এই অভাবনীয় সাফল্যের পরিপ্রেক্ষিতে বিজেপি দলের কেন্দ্রীয় নেতৃত্ব এবং দেশের প্রধানমন্ত্রীর প্রতি অভিনন্দন জানিয়ে বিভিন্ন জায়গায় বিজয় মিছিল তথা রেলী সংঘটিত হচ্ছে।
একই রকম ভাবে আজ ভারতীয় জনতা পার্টির তেলিয়ামুড়া মন্ডল কমিটির উদ্যোগে এক অভিনন্দন র্যালি অনুষ্ঠিত হয়। এই রেলিটি দলের মন্ডল কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে তেলিয়ামুড়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এই র্যালির অগ্রভাগে স্থানীয় বিধায়িকা তথা ত্রিপুরা সরকারের মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, মন্ডল সভাপতি অচিন্ত্য ভট্টাচার্য সহ দলের বিভিন্ন স্তরের নেতৃত্বরা সামিল ছিলেন। নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে শ্রীমতি কল্যাণী সাহারা এই অভাবনীয় সাফল্যের জন্য বিজেপি দলের শীর্ষ নেতৃত্ব এবং দেশের প্রধানমন্ত্রী সহ অন্যান্যদের অভিনন্দন জ্ঞাপন করেন। পাশাপাশি শ্রীমতি সাহা রায় দাবি করেন আগামী ২০২৮ সালে ত্রিপুরা রাজ্যেও একইভাবে, একই কায়দায় সমস্ত বিরোধীদের জবাব দেওয়া হবে।