তেলিয়ামুড়ার অন্যতম বননেদি ক্লাব প্রগ্রেসিভ ইউথ

Nov 22, 2025

তেলিয়ামুড়ার অন্যতম বননেদি ক্লাব প্রগ্রেসিভ ইউথ

 নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  বরাবর তেলিয়ামুড়া তথা গোটা খোয়াই জেলার মধ্যে সারা জাগানো ব্যতিক্রমী দুর্গাপূজা পরবর্তী সংগীত অনুষ্ঠান উপহার দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তেলিয়ামুড়ার অন্যতম বননেদি ক্লাব প্রগ্রেসিভ ইউথ।  আগামীকাল এই ক্লাবের বহু প্রতীক্ষিত সংগীত অনুষ্ঠানের আয়োজন হতে চলেছে এবং ইতিমধ্যে তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বিভিন্ন অংশের স্বেচ্ছাসেবক থেকে শুরু করে ক্লাবের প্রায় সমস্ত সদস্যরা এই গোটা আয়োজনকে সাফল্যমন্ডিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। 
গোটা বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সামনে‌ অভিমত প্রকাশ করতে গিয়ে ক্লাব সম্পাদক পিন্টু দাস দাবি করেছেন অন্যান্য বছরের মতো এবারও ওটা খোয়াই জেলাবাসী তথা রাজ্যবাসীর সামনে সংগীত অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য ক্লাব কর্তৃক প্রচেষ্টা অব্যাহত। তিনি দাবী করেছেন কলকাতা তথা ভারতবর্ষের বিখ্যাত সংগীত শিল্পী এবং নামকরা ব্যান্ড দ্বারা আগামীকাল এক মনোজ্ঞ অনুষ্ঠানের সাক্ষী থাকবে ক্রয় জেলাবাসী তথা রাজ্যবাসী। পাশাপাশি পিন্টু দাস ক্লাব তথা গোটা তেলিয়াপাড়া বাসীর পক্ষ থেকে রাজ্যবাসীকে কালকের এই অনুষ্ঠান উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। এখানে উল্লেখ করা প্রয়োজন এই সংগীত অনুষ্ঠান ইতিমধ্যে গোটা খোয়াই জেলার কাছে জেলার প্রমো ফেস্ট হিসেবে স্বীকৃতি লাভ করেছে।