অসহায় রোগিনীর পাশে সাহায্যের হাত নিয়ে দাঁড়ালো গন্ডাছড়া মহকুমা সদর বাজারের মাংস ব্যবসায়ীরা

Nov 22, 2025

অসহায় রোগিনীর পাশে সাহায্যের হাত নিয়ে দাঁড়ালো গন্ডাছড়া মহকুমা সদর বাজারের মাংস ব্যবসায়ীরা

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ   অসহায় রোগিনীর পাশে সাহায্যের হাত নিয়ে দাঁড়ালো গন্ডাছড়া মহকুমা সদর বাজারের মাংস ব্যবসায়ীরা।দুইটি কিডনি হারা অসহায় গৃহবধূকে অর্থরাশি সাহায্য করার পর সকলের নিকট করজোরে আবেদন জানিয়ে বলেন আমাদের সকলের ক্ষুদ্র ক্ষুদ্র সাহায্যে যাহাতে ওই কিডনি হারা মূমুশু রোগিনী সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসতে পারে তার জন্য সকলকে রোগিনীর পাশে দাঁড়ানোর জন্য। প্রসঙ্গত গন্ডাছড়া মহকুমার দেবনাথপাড়ার বাসিন্দা অঞ্জন সেন। তিনি গন্ডাছড়া বাজারের একজন চা দোকানের শ্রমিক। এক ছেলে এবং এক মেয়ে সহ স্ত্রীকে নিয়ে ছিল সুখের সংসার। সাম্প্রতিককালে অঞ্জন সেনের স্ত্রী বছর তেইশ -এর সুস্মিতা সেন অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসকের পরামর্শ নিলে চিকিৎসকরা জানান সুস্মিতার একটি কিডনি একেবারেই নষ্ট হয়ে গিয়েছে। অপর কিডনিটি বিকল হওয়ার পথে। এই সংবাদ শুনে মাথায় বাজ পড়ে অঞ্জনবাবুর। ধারদেনা করে স্ত্রীকে সুস্থ করে তুলতে চা শ্রমিক অঞ্জন সেন অসুস্থ স্ত্রীকে নিয়ে গৌহাটির একটি হাসপাতালে গেলে চিকিৎসকরা জানান রোগীকে বাঁচাতে হলে অন্তত একটি কিডনি প্রতিস্থাপন করতে হবে। এতে বহু টাকার প্রয়োজন। চোখের জলে স্ত্রীকে নিয়ে গন্ডাছড়া মহকুমার নিজ ভাড়া বাড়িতে ফিরে আসেন অসহায় স্বামী অঞ্জন। সংবাদ ছড়িয়ে পড়তেই মহকুমার সাংবাদিক, শুভবুদ্ধি সম্পন্ন লোকজন অঞ্জনের পরিবারের পাশে দাঁড়ান। সাংবাদিক, সোশ্যাল মিডিয়ার প্রচেষ্টায় সংবাদটি দ্রুত ছড়িয়ে পড়তেই বিভিন্ন স্থান থেকে বিভিন্ন সহৃদয় ব্যক্তি আর্থিক সাহায্য পাঠাতে শুরু করেছে। যা এখনো অব্যাহত রয়েছে।শুক্রবার গন্ডাছড়া মহকুমা সদরের মাংস বাজারের ব্যবসায়ী মরণ সাহার নেতৃত্বে ছয় জনের এক প্রতিনিধি দল সুস্মিতা সেনের বাড়িতে গিয়ে তার শারীরিক অসুস্থতার খোঁজ খবর নেন। মাংস ব্যবসায়ীদের পক্ষে জল ফল সুস্মিতার হাতে তুলে দেন এবং চিকিৎসার স্বার্থে বেশ কিছু অর্থ রাশিও সুস্মিতার হাতে তুলে দেন মাংস ব্যবসায়ীরা। ব্যবসায়ী মরণ সাহা সকলের নিকট ক্ষুদ্র ক্ষুদ্র সাহায্য নিয়ে সুস্মিতার পাশে দাঁড়ানোর আবেদন জানান।