ইউনিটি প্রমো ফ্রেস্টের সমাপ্তি অনুষ্ঠান মানুষের উপস্থিতির নজির গড়তে চলছে ।বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দ ময়দানে কনসার্টের চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখে এই কথা জানান পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
রাত পোহালেই ইউনিটি প্রমো ফেস্টের চূড়ান্ত অনুষ্ঠান ।এই অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে চূড়ান্ত প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার পুলিশ এবং পর্যটন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে স্বামী বিবেকানন্দ ময়দানের প্রস্তুতি খতিয়ে দেখেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। মন্ত্রীর সাথে ছিলেন পর্যটন দপ্তরের সচিব ইউ কে চাকমা ,অধিকর্তা ,রাজ্য পুলিশের আইজি ল অ্যান্ড অর্ডার ,পশ্চিম জেলার পুলিশ সুপার ,পশ্চিম জেলার ট্রাফিক সুপার সহ অন্যান্য আধিকারিকরা। এদিন মন্ত্রী ও উচ্চপর্যায়ের আধিকারিকরা ময়দানের বিভিন্ন প্রবেশপথ ,দর্শকদের বসার জায়গা প্রভৃতি পরিদর্শন করেন। কথা বলেন সংশ্লিষ্ট আধিকারিকদের সাথে ।পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, কনসার্টের সময় মাঠের নিরাপত্তা ব্যবস্থায় সিসিটিভির সারভিলেন্স বহাল থাকবে ।স্বেচ্ছাসেবক থাকবেন ।সাদা পোশাকের পুলিশ থাকবেন ।স্কাউট এন্ড গাইড এবং পর্যটন দপ্তরের কর্মীরাও থাকবেন ।এদের জন্য জেলা পুলিশ সুপার বিশেষ পাসের ব্যবস্থা করেছে।তিনি জানান, এই কনসার্ট কে কেন্দ্র করে জনগণে ব্যাপক উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে যে পাশের ব্যবস্থা করা হয়েছিল তাতে কোলানো যাচ্ছে না মানুষ আরো পাঁচ চাইছেন মন্টি বলেন 12 ডিসেম্বরের কনসার্ট দর্শক সমাগমে নতুন নোটিস স্থাপন করতে চলেছে। তিনি আরো জানান, প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অন্যান্য বছরের কথা মাথায় রেখে এবছর কিছু নতুন সিদ্ধান্ত প্রয়োগ করা হবে। নিরাপত্তা ব্যবস্থা যেন কোনমতেই বিঘ্নিত না হয় তার জন্যেই এই নতুন ব্যবস্থা বলে জানান পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
ইউনিটি প্রমো ফেস্টের ফাইনাল অনুষ্ঠানে দর্শকদের মন ভরাতে উপস্থিত থাকবেন বলিউডের বিখ্যাত প্লেব্যাক সিঙ্গার জুবিন নটিয়াল। মঞ্চে উপস্থিত থাকবেন পর্যটন দপ্তরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তথা টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা সহ রাজ্য মন্ত্রিসভার সকল সদস্যগণ। ইউনিটি প্রমো ফেস্টের এই অনুষ্ঠান সর্বাঙ্গীণ সাফল্যমন্ডিত করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী।