এক মহিলার প্রচেষ্টায় মাতৃক্রোড় ফিরে পেল ছোট্ট সুরজ

Dec 12, 2025

এক মহিলার প্রচেষ্টায় মাতৃক্রোড় ফিরে পেল ছোট্ট সুরজ

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

১৫ ঘন্টার তল্লাশী অভিযানের পর এক সহৃদয় মহিলার মাধ্যমে হারিয়ে যাওয়া শিশু উদ্ধার করল পশ্চিম থানার পুলিশ ।এদিন পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি এই সংবাদ জানিয়েছেনশিশু উদ্ধারের ঘটনা নিয়ে ওসির বক্তব্যেও অনেক কিছু চেপে যাওয়ার প্রচেষ্টা লক্ষ্য করা গেছে।

বুধবার সন্ধ্যায় রাজধানীর নিরাপত্তা বলয় হিসেবে পরিচিত শিশু বিহার স্কুল সংলগ্ন একটি যাত্রী শেড থেকে এক বছরের এক শিশুসন্তান ছিনতাই হয়ে যায়। এক মহিলা আইনজীবীর সহযোগিতায় ঘটনা জানতে পেরে পুলিশ সাথে সাথে তদন্ত শুরু করে। রাজধানী আগরতলার সবকটি থানা ছিনতাই হয়ে যাওয়া শিশুটিকে উদ্ধার করতে এক যুগে রাতভর বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান চালায় ।কিন্তু অভিযানের ১২ ঘন্টা পরেও নিট ফল শূন্যই থাকে।  বৃহস্পতিবার সকাল ন'টা নাগাদ এক মহিলা আগরতলা রেল স্টেশনে একজনের কোলে শিশুটাকে দেখতে পান ।সাথে সাথে তিনি বিষয়টি পশ্চিম থানায় জানান ।পশ্চিম থানার পুলিশ রেল স্টেশনে ছুটে গিয়ে শিশুটিকে উদ্ধার করে। এদিন দুপুরে পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি শিশু উদ্ধারের সংবাদ জানান। তিনি জানান ,শিশুটির মেডিকেল চেকআপ করা হয়েছে। সুস্থই রয়েছে শিশুটি। মাতৃ ক্রোড়েই রয়েছে শিশুটি ।শিশু উদ্ধারের ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা , বা কিভাবে শিশুটি রেল স্টেশনে গেল , বা নিয়ে যাওয়া হল সাংবাদিকদের সেই প্রশ্নের উত্তর ধোঁয়াশার মধ্যেই রেখে দেন পশ্চিম থানার পুলিশ আধিকারিক রানা চ্যাটার্জি। শিশু উদ্ধারের ঘটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক কি বললেন পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি তা একবার শুনুন।

সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে পুলিশের আধিকারিকের এত রাখঢাক নিয়ে বিভিন্ন মহলেই গুঞ্জনের সৃষ্টি হয়েছে ।এদিন থানায় মাকে দেখতে পেয়েই এক মহিলা পুলিশ আধিকারিকের কোল থেকে ঝাপিয়ে মার কোলে চলে যায় সে ।পশ্চিম থানায় সব পুলিশ কর্মীরাই এক বছরের ছোট্ট সুরজ সিং কে আদর ভালোবাসায় ভরিয়ে দেয়।