ফার্মাসিস্ট ছাড়াই চলছে ওষুধের দোকান।

Dec 12, 2025

ফার্মাসিস্ট ছাড়াই চলছে ওষুধের দোকান।

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

ফার্মাসিস্ট ছাড়াই চলছে ওষুধের দোকান। দীর্ঘদিন ধরেই এই অভিযোগ ছিল, আজ এই অভিযোগের সত্যতা পাওয়া গেল কুলাইয়ের দা অ্যাপেলো ফার্মেসিতে।  বৃহস্পতিবার হঠাৎ ধলাই জেলার ড্রাগস ইন্সপেক্টর বিশ্বজিৎ সিংহ রায় কুলাই হাসপাতালের সামনে বেশ কয়েকটি ওষুধের দোকানে হানা দেয়।   ওষুধের দোকানগুলোতে হানা দিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ওষুধ সহ কাগজপত্র খতিয়ে দেখেন তিনি। পাশাপাশি এ দিন তিনি বাচ্চাদের বিভিন্ন ব্র্যান্ডের ওষুধের মান খতিয়ে দেখেন, তারমধ্যে বেশ কয়েকটি ওষুধের দোকানে বাচ্চাদের নিম্নমানের ওষুধের ব্র্যান্ড পাওয়া যায়, পাশাপাশি এদিন দ্য অ্যাপেলো ফার্মেসিতে  পরিদর্শন করেন তিনি,   সেখানে গিয়ে প্রথমত বাচ্চাদের ওষুধগুলো খতিয়ে দেখেন, পাশাপাশি এই ওষুধের দোকানের ‌ কোন ফার্মাসিস্ট নেই। ফার্মাসিস্ট ছাড়াই চলছে দ্য অ্যাপেলো ফার্মেসির এই ওষুধের দোকান। ‌ যা দেখে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এবং এই ফার্মেসীর বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দেন।‌ এক সাক্ষাৎকার ড্রাগস ইন্সপেক্টর বিশ্বজিৎ সিংহ রায় বলেন আমরা সবসময়ই নজর দাড়ি রাখছি ওষুধের দোকানগুলির উপর, ওষুধের দোকানগুলি থেকে স্যাম্পল নিয়ে ওষুধের মান ঠিক আছে কিনা তা পরীক্ষাও করা হয়। আজ এই পরিদর্শনে বাচ্চাদের ওষুধের উপর জোর দেওয়া হয়েছে, পাশাপাশি দা অ্যাপেলো ফার্মাসিতে ফার্মাসিস্ট নেই, সেই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এদিন পরিদর্শন কালে‌ ওষুধের দোকানগুলি কে তিনি নিম্নমানের ওষুধ বিক্রি  ও দোকানগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য দোকানের মালিকদের নির্দেশ দেন তিনি।  এখন দেখার বিষয় দা অ্যাপেলো ফার্মেসির বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় ড্রাগস ইন্সপেক্টর বিশ্বজিৎ সিংহ রায়।