স্বামী সন্তান রেখে আবারো নিখোঁজ এক গৃহবধূ, ঘটনা বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত খলাবাড়ি এলাকায়, এই ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি নিখোঁজ গৃহবধূ সঙ্গীতা ভিলের স্বামী।ঘটনার বিবরণে জানা যায় বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত খলাবাড়ি এলাকার গৃহবধূ বিগত বেশ কয়েকদিন যাবত নিখোঁজ,কোনো দিকে কোনো সন্ধান না পেয়ে স্বামী বামুটিয়া পুলিশ ফাঁড়ির দারস্ত হয়েছেন,সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান তাদের মধ্যে আগেও ব্যক্তিগত কলহের জেরে তার বাড়ি ছেড়ে চলে গিয়েছিল কিন্তু এই বার আর তার কোনো খবর পাওয়া যায়নি।তাদের দুটি সন্তান রয়েছে।সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিখোঁজ সঙ্গীতা ভীলের স্বামী বিস্তারিত জানান গোটা ঘটনা।তবে বর্তমান সময়ে বিশেষ করে গৃহবধূ নিখোঁজের ঘটনা গোটা রাজ্যেই সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে এবং উক্ত ঘটনাকেও কেন্দ্র চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়