শহরের গলি থেকে রাজপথে বর্জ্য বহনের জন্য সাতটি অটো হোপার এবং তিন সেট মিনি সুপার সকার ক্রয় করেছে আগরতলা পৌরনিগম কর্তৃপক্ষ। বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মাধ্যমে এর সূচনা করেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।
আগরতলা পৌরনিগম কর্তৃপক্ষ 2022 সাল থেকে শহরকে সুন্দর এবং পরিচ্ছন্ন রাখার প্রয়াস স্বচ্ছ আগরতলা সুস্থ আগরতলা'র উদ্যোগ হাতে নিয়েছে। এরই অঙ্গ হিসেবে নিগম কর্তৃপক্ষ রাজ্য সরকারের সহযোগিতায় শহরবাসীর পরিষেবা প্রদানে সাতটি তিন চাকার অটো হুপার এবং তিন সেট মিনি সুপার সকার ক্রয় করেছে। সাতটি অটো হুপার কিনতে পৌরনিগমের খরচ হয়েছে ৩৯ লক্ষ বিশ হাজার টাকা এবং তিনটি মিনি সুপার সকার ক্রয় করতে খরচ হয়েছে দুই কোটি ৮৮ লক্ষ টাকা ।বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মাধ্যমে সাতটি অটো হোপার এবং তিন সেট মিনি সুপার সকার এর পরিষেবার সূচনা করেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ আগরতলা পৌর নিগমের কর্পোরেটররা। এদিন সংশ্লিষ্ট ব্যবস্থাপনার সূচনা করে মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার জানান ,টিন সেট মিনি সুপার সকার গুলো গলির ড্রেনগুলোকে অনায়াসে পরিষ্কার করতে পারবে ,যাতে করে বর্ষার সময় জল সহজে পরিবাহিত হতে পারবে। সাতটি অটো হোপার সেন্ট্রাল জন স্যানিটারি ইন্সপেক্টর এর তত্ত্বাবধানে কাজ করবে।
এদিন মেয়র আরো জানান, আগরতলা শহরের সমস্ত হোটেল ,রেস্টুরেন্ট এবং ফাস্টফুড সেন্টার গুলোতে যে আবর্জনা জমে তা পৃথকভাবে সংগ্রহ করে অটো হোপার গুলি দেবেন্দ্র নগর প্রসেসিং সেন্টারে নিয়ে যাবে। এই ব্যবস্থা চালু হওয়ার ফলে শহর আরো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে বলে দাবি করেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।