গো পালকদের আয় দ্বিগুণ করার লক্ষে এনিমেল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট উদ্যোগে
নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ
গো পালকদের আয় দ্বিগুণ করার লক্ষে এনিমেল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট উদ্যোগে এবং ন্যাশনাল লাইফ স্টক মিশনের সহায়তায় মঙ্গলবার কমলপুর শান্তির বাজার কমিউনিটি হলে পশু পালকদের নিয়ে এক দিবসীয় প্রশিক্ষনের আয়োজন করা হয়। এক দিবসীয় প্রশিক্ষণের প্রদীপ প্রজ্জ্বলন করে উদ্বোধন করেন বিধায়িকা স্বপ্না দাস (পাল)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবী সুভাষ আহির, সালেমা পঞ্চায়েতের প্রধান অপূর্ব পোদ্দার, এনিমেল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট ধলাই জেলার এসিস্ট্যান্ট ডাইরেক্টর অমৃত দেববর্মা সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন এনিমেল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্ট্মেন্টের এসিস্ট্যান্ট ডাইরেক্টর অমৃত দেববর্মা। অনুষ্ঠানে এদিন, ১৬ জন উন্নতমানের গো পালকদের ইন্সুরেন্স ও ব্যাংক থেকে লোন নেওয়ার ব্যবস্থা করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়িকা স্বপ্না দাস (পাল) বলেন,,,,,।
বিধায়িকা স্বপ্না দাস (পাল)
এনিমেল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের এসিস্ট্যান্ট ডাইরেক্টর অমৃত দেব্বরর্ম।