বিগত বছরের মতো এবারো হরিনাম প্রচার সংঘের উদ্যোগে রাধাপুর-কৃষ্ণপুর এলাকায় জুড়ী ব্রিজ সংলগ্ন মাঠে অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০২৬ ইংরেজির ৩ জানুয়ারি থেকে ৪ জানুয়ারি পর্যন্ত এই অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হবে। তাকে সামনে রেখে আজ ৩০ ডিসেম্বর ২০২৫ ইংরেজি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। উক্ত স্বাস্থ্য শিবিরে বিশেষজ্ঞ চিকিৎসকগণ উপস্থিত ছিলেন। এলাকার ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন অংশের জনগণ এই স্বাস্থ্য শিবিরে অংশগ্রহণ করে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন। সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাস্থ্য শিবিরের সূচনা করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাধাপুর ও কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান-উপপ্রধান সহ গ্রামের বিশিষ্ট সমাজসেবীরা। স্বাস্থ্য শিবির এবং অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন সম্পর্কে হরিনাম প্রচার সংঘের কোষাধ্যক্ষ তথা বিশিষ্ট সমাজসেবী চন্দনময় পাল জানান, ২০২৫ ইংরেজি থেকে এই হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়। ২০২৬ ইংরেজিতে দ্বিতীয় বর্ষের পদার্পণ করবে। তাছাড়া তিনি জানান প্রথম বছর তারা শুধুমাত্র সংকীর্তনের মধ্যে সীমাবদ্ধ ছিলেন। এ বছর হরিনাম প্রচার সংঘ স্বাস্থ্য শিবিরের আয়োজন করে।