দীর্ঘ ১৫ দিন যাবৎ তালাবন্দী অবস্থায় রয়েছে পিতরাই পাড়া উপস্বাস্থ্য কেন্দ্র।

Dec 31, 2025

দীর্ঘ ১৫ দিন যাবৎ তালাবন্দী অবস্থায় রয়েছে পিতরাই পাড়া উপস্বাস্থ্য কেন্দ্র।

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

জোলাইবাড়ী বিধানসভাকেন্দ্রের অধীনে পিতরাই পাড়া উপস্বাস্থ্য কেন্দ্রটি দীর্ঘ ১৫ দিন যাবৎ তালাবন্ধী হয়ে রয়েছে। এতেকরে এলাকার অসুস্থ রুগিরা চিকিৎসা পরিষেবা নিতে বিশেষ অসুবিধার সন্মুখিন হতেহচ্ছে। পিতরাই পাড়া থেকে বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের দুরত্ব প্রায় ৭ কিলোমিটার। বর্তমানসময়ে সামান্য অসুস্থ হলেও লোকজনেরা বাইখোড়ায় ছুটে আসতেহয়।  এইনিয়ে স্থানীয় লোকজনেরা জানান যেই জায়গায় উপস্বাস্থ্যকেন্দ্রটি দেওয়াহয়েছে সেই জায়গার মালিক উপস্বাস্থ্য কেন্দ্রের গেইটে তালা বন্দী করেরেখেছে।  এইবিষয়ে এলাকাবাসী দক্ষিন জেলার স্বাস্থ্য আধিকারিক জে এম দাস কে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি।  অবশেষে সঠিকভাবে স্বাস্থ্য পরিষেবা পাওয়ার জন্য সংবাদমাধ্যমের দারস্ত হন স্থানীয়রা।  লোকগুঞ্জনে শুনাযাচ্ছে জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েতসমিতির চেয়ারম্যন জায়গার মালিককে উপস্বাস্থ্যকেন্দ্রে তালা দেবার পরামর্শ প্রদানকরেন এবং জায়গার মালিকের পাশে থাকার পতিশ্রুতি প্রদানকরেন।  এতেকরে সরকারি আধিকারিকও তাপস দত্তের দাপটে কিছু করতে পারছেনা ও স্থানীয় লোকজনেরা ভয়ে তাপস দত্তের বিরুদ্ধে মুখ খুলতে পারছেননা।  সকলে চাইছে রাজ্যসরকার যেন ঘটনার সুষ্ঠ তদন্তকরে এলাকাবাসীর স্বার্থে উপস্বাস্থ্যকেন্দ্রটি তালামুক্ত করেন।