তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের বিপর্যয় মোকাবিলা বিভাগের উদ্যোগে মঙ্গলবার তেলিয়ামুড়া শহরের প্রধান রাজপথ ধরে এক বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়। র্যালির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ভূমিকম্প, বন্যা, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি, পূর্বপ্রস্তুতি ও করণীয় সম্পর্কে ধারণা প্রদান করা হয়।
ত্রিপুরা রাজ্যের প্রাকৃতিক বিপর্যয়ের প্রেক্ষাপটে বিপদের সময়ে সচেতনতা ও সময়োপযোগী পদক্ষেপই যে জানমাল রক্ষার সবচেয়ে বড় হাতিয়ার—এই গুরুত্বপূর্ণ বার্তাই র্যালির মাধ্যমে শহরবাসীর কাছে পৌঁছে দেওয়া হয়। ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন সচেতনতামূলক স্লোগানে মুখরিত হয়ে ওঠে তেলিয়ামুড়া শহরের রাজপথ।
এদিনের এই সচেতনতামূলক র্যালিতে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুরপরিষদের পৌর পিতা রূপক সরকার, মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী, ডিসিএম সন্দীপ দেববর্মা সহ মহকুমা প্রশাসনের বিভিন্ন আধিকারিক ও কর্মীরা। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে সাধারণ মানুষের মধ্যে বিপর্যয় মোকাবিলার গুরুত্ব তুলে ধরে।