উত্তর জেলার কদমতলা থানার অতি নিকটে অবস্থিত সরসপুর গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের কালিবাড়ি রোড এলাকায় এক দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হল সোমবার রাতে। ওই এলাকার বাসিন্দা মনিশ দেবনাথ (পিতা— মনিন্দ্র দেবনাথ)-এর বাড়িতে হানা দেয় চোরের দল।
গৃহস্থ মনিশ দেবনাথ জানান, তাঁর স্ত্রী বাড়িতে না থাকায় বাড়িটি ফাঁকাই ছিল। প্রতিদিনের মতো সোমবার রাত আনুমানিক দশটা নাগাদ তিনি বাড়ি ফিরে এসে দেখেন বারান্দার গেটের তালা ভাঙা। আশঙ্কা নিয়ে ঘরের ভিতরে ঢুকতেই চোখে পড়ে ভয়াবহ চিত্র— পুরো ঘর তছনছ, আলমারির লকার ভাঙা। পরে হিসেব করে দেখা যায়, ঘরে থাকা নগদ প্রায় ৭০ হাজার টাকা সহ লক্ষাধিক টাকার স্বর্ণালংকার নিয়ে চম্পট দিয়েছে চোরের দল।
ঘটনার খবর পেয়ে কদমতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত সেরে ফিরে যায়। তবে এখনও পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
মনিশ দেবনাথ অভিযোগ করেন, দুষ্কৃতীরা তাকে আগে থেকেই ফলো করছিল এবং পরিকল্পিতভাবেই দলের অন্য সদস্যরা চুরি সংঘটিত করে। তিনি এই ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এছাড়াও তিনি ক্ষোভ প্রকাশ করে জানান, এর আগেও এই এলাকায় একাধিক ফাঁকা বাড়িতে চুরির ঘটনা ঘটেছে, কিন্তু আজ পর্যন্ত একটি ঘটনারও কুলকিনারা করতে পারেনি কদমতলা থানার পুলিশ।