খয়েরপুরে অটল স্মৃতি নকআউট ক্রিকেট টুর্নামেন্ট হবে

Jan 02, 2026

খয়েরপুরে অটল স্মৃতি নকআউট ক্রিকেট টুর্নামেন্ট হবে

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে এ বছর অটল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করতে চলেছে ক্ষয়েরপুর মন্ডল কমিটি ।আগামী ২৬ জানুয়ারি থেকে খয়েরপুরের রাজবাড়ী মাঠের শুরু হবে এই নকআউট ক্রিকেট টুর্নামেন্ট ।টুর্নামেন্টে মোট 64 টি দল অংশগ্রহণ করবে। এন্ট্রি ফি ধার্য করা হয়েছে চার হাজার টাকা করে। চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে গাড়ি এবং রানার্সআপ দলকে দেওয়া হবে বাইক। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ পুরস্কার প্রদান করা হবে ।এছাড়া ম্যান অফ দ্যা সিরিজ পুরস্কারও থাকবে ।খয়েরপুর মন্ডল কমিটির উদ্যোগে যুব মোর্চার কর্মীদের সহযোগিতায় এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। বুধবার খয়েরপুরের গীতবিতান হলে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান এলাকার বিধায়ক রতন চক্রবর্তী ।তিনি জানান, এই টুর্নামেন্টে রাজ্যের ক্রীড়া মন্ত্রী থেকে শুরু করে যুব মোর্চার রাজ্য সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দরাও উপস্থিত থাকবেন ।এই ক্রিকেট টুর্নামেন্ট কে সাফল্যমন্ডিত করে তোলার জন্য সকলের সহযোগিতা কামনা করেন বিধায়ক রতন চক্রবর্তী।

বিভাগ