পানিসাগরে উৎসাহ-উদ্দীপনায় বিএসএফের ১৯৯ ব্যাটেলিয়নের ২৯তম রাইজিং ডে উদযাপন

Jan 02, 2026

পানিসাগরে উৎসাহ-উদ্দীপনায় বিএসএফের ১৯৯ ব্যাটেলিয়নের ২৯তম রাইজিং ডে উদযাপন

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

দেশের সেবায় গৌরবময় ২৮ বছর পূর্ণ করে বর্তমানে উত্তর ত্রিপুরার পানিসাগরে অবস্থানরত এবং কৈলাসহর এলাকায় ভারত–বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত রক্ষার দায়িত্বে নিয়োজিত সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ)-এর ১৯৯ নম্বর ব্যাটেলিয়ন ২০২৬ সালের ১লা জানুয়ারি অত্যন্ত উৎসাহ, উদ্দীপনা ও দেশপ্রেমের আবহে তাদের ২৯তম রাইজিং ডে উদযাপন করে।

পানিসাগরস্থ বিএসএফ সেক্টর হেডকোয়ার্টার্স ক্যাম্পাসে সকাল ১১টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত চলা এই অনুষ্ঠানে বিএসএফের আধিকারিক ও জওয়ানদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসাগর সেক্টর বিএসএফ-এর ডিআইজি শ্রী রাজীব ভাটসরাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার জেলা শাসক ডক্টর তমাল মজুমদার।

অনুষ্ঠানের শুরুতে ১৯৯ নম্বর ব্যাটেলিয়নের কমান্ড্যান্ট শ্রী অতুল সাইনি প্রধান অতিথি ও আমন্ত্রিত অসামরিক অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানান। তিনি ব্যাটেলিয়নের দীর্ঘ গৌরবময় ইতিহাস, ত্যাগ ও সাফল্যের কথা তুলে ধরেন এবং সীমান্তরক্ষী জওয়ানদের কঠোর পরিশ্রমের পাশাপাশি তাঁদের পরিবারের অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিজের ভাষণে ডিআইজি শ্রী রাজীব ভাটসরাজ ব্যাটেলিয়নের সকল স্তরের আধিকারিক ও জওয়ানদের আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি জওয়ানদের নিষ্ঠা, শৃঙ্খলা ও অপারেশনাল দক্ষতার ভূয়সী প্রশংসা করে জাতীয় নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করে যাওয়ার আহ্বান জানান।

রাইজিং ডে উপলক্ষে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে বিএসএফ জওয়ানদের পরিবেশনায় সংগীত ও নৃত্যানুষ্ঠান উপস্থিত সকলের মন জয় করে নেয়। এই সাংস্কৃতিক পরিবেশনাগুলির মাধ্যমে বাহিনীর ঐক্য, প্রতিভা ও উচ্চ মনোবল স্পষ্টভাবে প্রতিফলিত হয়। অংশগ্রহণকারী সাংস্কৃতিক দলগুলিকে প্রধান অতিথির হাতে স্মারক তুলে দিয়ে সম্মানিত করা হয়।

এছাড়াও ব্যাটেলিয়নের সমৃদ্ধ রেজিমেন্টাল ঐতিহ্য ও সর্বোচ্চ পেশাদার মান বজায় রাখার স্বীকৃতি হিসেবে ২০২৫ সালের জন্য বিভিন্ন ট্রেডে শ্রেষ্ঠ কর্মদক্ষতা প্রদর্শনকারী জওয়ানদের ট্রফি ও প্রশংসাপত্র প্রদান করা হয়। একই সঙ্গে অসামান্য অপারেশনাল দক্ষতা, শৃঙ্খলা ও দলগত ঐক্যের স্বীকৃতি হিসেবে ‘সি’ কোম্পানিকে ২০২৫ সালের বেস্ট সার্ভিস কোম্পানি অ্যাওয়ার্ড প্রদান করা হয়। পাশাপাশি কোম্পানি কমান্ডারকে তাঁর উৎকৃষ্ট নেতৃত্ব, দক্ষ কমান্ড ও নিয়ন্ত্রণের জন্য বিশেষ ট্রফি প্রদান করা হয়।

অনুষ্ঠানের শেষে ‘কমিউনিটি লাঞ্চ’ বা ‘বড় খানা’-র আয়োজন করা হয়, যেখানে আধিকারিক, জওয়ান ও তাঁদের পরিবারের সদস্যরা একত্রে অংশগ্রহণ করে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধকে আরও দৃঢ় করেন।

সার্বিকভাবে, বিএসএফের ১৯৯ নম্বর ব্যাটেলিয়নের ২৯তম রাইজিং ডে উদযাপন দেশের সীমান্ত সুরক্ষায় বাহিনীর দৃঢ় অঙ্গীকার, শৃঙ্খলা ও অটুট মনোবলের এক স্মরণীয় নিদর্শন হয়ে রইল।

বিভাগ