Jan 02, 2026
হালহালি বাজারে বাইক ও অটোর সংঘর্ষ, গুরুতর আহত বাইক চালকসহ চারজন, হালহালি বাজার এলাকায় আজ একটি বাইক ও অটো গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে বাইক চালক গুরুতরভাবে আহত হন। পাশাপাশি অটো গাড়িতে থাকা আরও তিনজন যাত্রীও আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। আহত বাইক চালকের অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাঁকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়। আহত অটো যাত্রীদেরও চিকিৎসা চলছে।
Copyright ©2026 | News Tripura