বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে রমেশ স্কুলের ৭৫তম প্লাটিনাম জুবিলি উদযাপনের আনুষ্ঠানিক সূচনা

Jan 02, 2026

বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে রমেশ স্কুলের ৭৫তম প্লাটিনাম জুবিলি উদযাপনের আনুষ্ঠানিক সূচনা

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রমেশ স্কুলের ৭৫ তম প্লাটিনাম জুবিলি উদযাপনের আনুষ্ঠানিক সূচনা হল বৃহস্পতিবার। চার দিনব্যাপী এই বিশেষ উদযাপনের প্রথম দিনেই সকালবেলা বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় প্লাটিনাম জুবিলি বর্ষের কর্মসূচি। এদিন সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে। শোভাযাত্রায় অংশ নেন বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং প্রাক্তনীরা। রঙিন সাজ, হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও প্রতীকী চিহ্ন নিয়ে শিক্ষার গুরুত্ব, সামাজিক মূল্যবোধ ও বিদ্যালয়ের গৌরবময় ঐতিহ্যের বার্তা তুলে ধরা হয়। এই বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায়, উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, প্লাটিনাম জুবিলি উদযাপন কমিটির চেয়ারম্যান প্রদীপ কুমার চক্রবর্তী সহ কমিটির অন্যান্য সদস্য ও বিশিষ্ট প্রাক্তনীরা। তাঁদের উপস্থিতি শোভাযাত্রার গুরুত্ব ও মর্যাদা আরও বাড়িয়ে তোলে। ছাত্রছাত্রীদের শৃঙ্খলাবদ্ধ অংশগ্রহণ, উৎসাহ-উদ্দীপনা ও প্রাণবন্ত পরিবেশে শোভাযাত্রাটি শহরবাসীর দৃষ্টি আকর্ষণ করে। স্থানীয় বাসিন্দারাও স্বতঃস্ফূর্তভাবে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হন। অনেকেই রাস্তার দু’পাশে দাঁড়িয়ে শোভাযাত্রা উপভোগ করেন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের দীর্ঘ পথচলার প্রতি শ্রদ্ধা জানান। প্লাটিনাম জুবিলি উদযাপন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী চার দিনে শিক্ষা বিষয়ক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা, প্রাক্তনী সম্মেলনসহ একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই জুবিলি বর্ষে বিদ্যালয়ের ৭৫ বছরের শিক্ষা-অবদান, সাফল্য, স্মৃতিচারণ ও গৌরবময় ইতিহাস বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরা হবে।

সব মিলিয়ে, ইংরেজি নববর্ষের দিনে রমেশ স্কুলের প্লাটিনাম জুবিলি উদযাপনের সূচনালগ্নে আয়োজিত এই বর্ণাঢ্য শোভাযাত্রা শিক্ষা, ঐতিহ্য ও সামাজিক মূল্যবোধের এক অনন্য বার্তা ছড়িয়ে দিল গোটা উদয়পুর শহর জুড়ে।

বিভাগ