নতুন বছরের প্রথম দিন থেকেই এডিসি নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে ঝাঁপিয়ে পড়ার ইঙ্গিত দিল শাসক দল বিজেপি ।এদিন সাংবাদিক সম্মেলনে রাজ্যের জনজাতি এলাকায় ডাবল ইঞ্জিন সরকারের উন্নয়নমূলক কর্মসূচির কথা তুলে ধরে প্রকারান্তরে এই ইঙ্গিত দেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য।
বুধবার গভীর রাত থেকেই ইতিহাসের পাতায় ঠাই নিয়েছে 2025 সাল। পথ চলা শুরু করেছে নতুন বছর ২০২৬ সাল ।নতুন বছরে রাজ্যবাসীকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানান প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য ।বৃহস্পতিবার বিজেপি রাজ্য দপ্তরে আহুত সাংবাদিক সম্মেলনে তিনি নতুন বছরে রাজ্যবাসীর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেন ।সাংবাদিক সম্মেলনে জনজাতি এলাকায় উন্নয়নমূলক কাজকর্মের পরিসংখ্যান তুলে ধরেন প্রদেশ বিজেপি সভাপতি। তিনি জানান ,2025 সালে সকল অংশের জনগণের জন্য জনস্বার্থ সংশ্লিষ্ট যে কর্মসূচি গুলি বাস্তবায়িত হয়েছে ,নতুন বছরেও আরো বেশি জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাবে ডাবল ইঞ্জিনের সরকার ।প্রদেশ বিজেপি সভাপতি জানান ,জনজাতি এলাকাগুলিতে প্রাথমিক শিক্ষার প্রসারের লক্ষ্যে রাজ্য সরকার ২২৬ টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালুর সিদ্ধান্ত নিয়েছে ।ইতিমধ্যেই 141 টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু হয়ে গেছে ।আগামী মার্চ মাসের মধ্যে বাকি অঙ্গনওয়াড়ি সেন্টারগুলিও চালু হবে বলে জানান তিনি। প্রদেশ বিজেপি সভাপতি আরো জানান ,সরকার রাজ্যের ৪৪ হাজার ৮৬৫ টি পরিবারে বিশুদ্ধ পানীয় জল পৌঁছানোর লক্ষ্যমাত্রা নিয়েছিল ।এর মধ্যে এখন পর্যন্ত ৩৮ হাজার ১৪টি পরিবারের মধ্যে নলের মাধ্যমে বিশুদ্ধ পানীয় জল পৌছে দেওয়া হয়েছে। জনজাতি এলাকায় মোবাইল নেটওয়ার্কের সমস্যা দূরীকরণে সরকার আরো নতুন দশটি টাওয়ার স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।
সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপি সভাপতি আরো জানান, সদ্য সমাপ্ত সংসদের শীতকালীন অধিবেশনে কেন্দ্রীয় সরকার জনসার্থ সংশ্লিষ্ট আটটি বিল এনেছিল। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল জিরামজি বিল ।জনগণের স্বার্থসংশ্লিষ্ট এই বিল আনয়নের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ কেন্দ্রীয় সরকারের সকল মন্ত্রীদের অভিনন্দন জানান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য।