Jan 04, 2026
খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আজ দুপুরে। পুলিশ ই পাড়ে মহিলা সংক্রান্ত অপরাধ ও মাদক জাতীয় অপরাধ থেকে সমাজকে রক্ষা করতে পক্ষে ও বিপক্ষে বিতর্ক প্রতিযোগিতা। এই অনুষ্ঠানে গাছে জল ঢেলে সূচনা করেন খোয়াই জেলা পুলিশ সুপার রানাদিত্য দাস, খোয়াই জেলা অতিরিক্ত পুলিশ সুপার জুপেশ জাস্টিন, খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক কুদিয়া রাসু, খোয়াই জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক থেকে শুরু করে অন্যান্য। এই অনুষ্ঠানে কলেজের ছাত্রছাত্রী উপস্থিত ছিল।
Copyright ©2026 | News Tripura