শনিবার বেলা ৩ ঘটিকায় ত্রিপুরা সরকার পরিচালিত কৃষি ও কৃষক কল্যাণ বিভাগের উদ্যোগে দক্ষিণ ত্রিপুরা জেলায় অনুষ্ঠিত হলো কৃষি সরঞ্জাম বিতরণ কর্মসূচি। উপ-কৃষি অধিকর্তার তত্ত্বাবধানে এবং দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল কৃষকদের আধুনিক কৃষিযন্ত্র ব্যবহারে উৎসাহিত করা ও উৎপাদন ব্যয় হ্রাস করা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলার সভাধিপতি দীপক দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক মাইলাফ্রু মগ, সাতচাঁদ ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন প্রভাস লোধ এবং রূপাইছরি বিএসসি চেয়ারপার্সন রাখি ত্রিপুরা।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী কর্তৃক কৃষক কল্যাণে গৃহীত বিভিন্ন কৃষি প্রকল্প ও সহায়তা মূলক স্কিম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং কৃষকদের এসব প্রকল্পের সুফল গ্রহণের আহ্বান জানান।
এই কর্মসূচির আওতায় জেলার বিভিন্ন প্রান্তের কৃষকদের মধ্যে মোট ১৬০টি পাওয়ার উইডারসহ একাধিক কৃষি সহায়ক যন্ত্রপাতি বিতরণ করা হয়। বক্তারা বলেন, আধুনিক কৃষি সরঞ্জাম ব্যবহারের মাধ্যমে সময় ও শ্রম সাশ্রয়ের পাশাপাশি কৃষি উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। কৃষকদের স্বাবলম্বী করা এবং টেকসই কৃষি ব্যবস্থার দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।গোটা অনুষ্ঠানের তত্ত্বাবধান করেন সাতচাঁদ এগ্রি সাব ডিভিশনের সুপারিনটেন্ট মনোহর দাস।