শুক্রবার রাতে বাইখোড়া থানায় জোলাইবাড়ীর এক নাবালিকা মেয়ে ধর্ষনের অভিযোগ এনে মামলা দায়ের করা হয়। মামলা হাতে পেয়ে কিছু সময়ের মধ্যে ধর্ষন কান্ডের সঙ্গে জরিত পশ্চিম জোলাইবাড়ীর বাসিন্দা বিকাশ নমঃ ( ৩৬ ) নামে অভিযুক্তকে গ্রেপ্তার করে বাইখোড়া থানার পুলিশ। এইবিষয়ে সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে বাইখোড়া থানার ওসি বিষ্ণু দাস জানান এই ধর্ষন মামলা নিয়ে বাইখোড়া থানায় ১ নাম্বার কেইসে ৬৫-১ / ৩৫১-১ বি এন এস ফক্সো এক্টে মামলা লিপিবদ্ধ করাহয়। জনাযায় এই ধর্ষন কান্ডে অভিযুক্তের স্ত্রী ও একটি সন্তান রয়েছে। অভিযুক্ত বিকাশ নমঃ জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত অবস্থায় রয়েছে বলে জানাযায়। অপরদিকে নাবালিকা মেয়েটি দুই মাসের গর্ভ অবস্থায় রয়েছে বলে জানাযায়। পুলিশ অভিযুক্ত বিকাশ নমঃ কে আটক করে জিঞ্জেসাবাদ চালাচ্ছে। শনিবার অভিযুক্তকে বিলোনিয়া জেলা ও দায়রা আদালতে প্রেরন করাহবে।