আজ নর্থ ইস্ট যুব কংগ্রেস কমিটির একটি প্রতিনিধি দল এঞ্জেল চাকমার বাড়িতে

Jan 04, 2026

আজ নর্থ ইস্ট যুব কংগ্রেস কমিটির একটি প্রতিনিধি দল এঞ্জেল চাকমার বাড়িতে

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

আজ নর্থ ইস্ট যুব কংগ্রেস কমিটির একটি প্রতিনিধি দল এঞ্জেল চাকমার বাড়িতে গিয়ে তাঁর ও তাঁর পরিবারের খোঁজখবর নেয়। ওই সময় সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতি উদয় ভানু চিব ভিডিও কলে এঞ্জেল চাকমার পিতার সঙ্গে কথা বলেন এবং তাঁর সদগতি কামনা করেন। প্রতিনিধি দলে নর্থ ইস্ট যুব কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ও রাজ্য যুব কংগ্রেসের একাধিক সদস্য উপস্থিত ছিলেন। তাঁরা এঞ্জেল চাকমার পরিবারের সঙ্গে কথা বলেন এবং যে কোনও প্রয়োজনে কংগ্রেস ও যুব কংগ্রেস সর্বতোভাবে পাশে থাকবে বলে আশ্বাস দেন।

 

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে নীলকমল সাহা বলেন, বিজেপি শাসিত উত্তরাখণ্ডের দেরাদুনে ৯ ডিসেম্বর সংঘটিত ভয়ংকর হামলার পর গত ২৬ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো ত্রিপুরার ঊনকোটি জেলার মাছমারার কৃতি আদিবাসী ছাত্র এঞ্জেল চাকমার। ওই ঘটনায় তার ছোট ভাই মাইকেল চাকমাও গুরুতর আহত হয়েছেন। এদিন নীলকমল সাহা নিহত এঞ্জেল চাকমার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে এবং তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়েছে। তাঁর দাবি, এ ধরনের উগ্র হিন্দুত্ববাদী আক্রমণের জন্য দোষীদের বিরুদ্ধে কঠোরতম আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।