রাজধানীতে রাম ঠাকুরের ভক্তবৃন্দের বর্ণাঢ্য শোভাযাত্রা

Jan 11, 2026

রাজধানীতে রাম ঠাকুরের ভক্তবৃন্দের বর্ণাঢ্য শোভাযাত্রা

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

৫০ বছর পূর্তি উপলক্ষে বনমালীপুর রাম ঠাকুর সেবা মন্দির আয়োজিত সুবর্ণ জয়ন্তী প্রতিষ্ঠা বার্ষিকী উৎসবের শোভাযাত্রায় ভক্তবৃন্দের ব্যাপক উপস্থিতি পরিলক্ষিত। এই শোভাযাত্রাটি রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে।

এবছর পথ চলার পঞ্চাশ তম বর্ষে পদার্পণ করেছে রাজধানীর বনমালীপুরস্থিত শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দির ।এই উপলক্ষে নয় জানুয়ারি থেকে শুরু হয়েছে সুবর্ণ জয়ন্তী প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব ।এই উৎসবের অঙ্গ হিসেবে শনিবার বনমালীপুর স্থিত শ্রী শ্রী রামঠাকুর সেবা মন্দিরের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার  আয়োজন করা হয় ।এই শোভাযাত্রায় রাজ্যের বিভিন্ন প্রান্তের রামঠাকুর সেবা মন্দিরগুলির ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। শোভাযাত্রায় অংশ নেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ও ।শোভাযাত্রাটি রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে ।এদিন এই শোভাযাত্রায় অংশ নিয়ে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় জানান ,শ্রী শ্রী কৈবল্যধামের পরম পূজনীয় সপ্তম মহন্ত মহারাজের উপস্থিতিতে এই ৫০ বছর পূর্তি উৎসব শুরু হয়েছে। এই প্রথমবার রাম ঠাকুরের আশ্রিত ভক্তবৃন্দ কেন্দ্রীয়ভাবে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করলো ।এই আয়োজনে উপস্থিতির হার উদ্যোক্তাদের অনুপ্রেরণা জুগিয়েছে। আগামী দিনে এর থেকে অনুপ্রেরণা লাভ করে জেলাভিত্তিক এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হবে।

প্রসঙ্গত উল্লেখ্য যে ,মন্দির প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে ১১ জানুয়ারি রবিবার বনমালীপুরের শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরে এক রক্তদান উৎসবের আয়োজন করা হয়েছে ।এই রক্তদান উৎসবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ।১২ জানুয়ারি সন্ধ্যায় মন্দিরে কীর্তনের আসরে অংশ নেবেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট শিল্পী পদ্ম পলাশ হালদার। ১৩ জানুয়ারি মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় বার্ষিক উৎসবের অধিবাস এবং অহোরাত্র হরিনাম যজ্ঞের শুভারম্ভ হবে ।১৬ই জানুয়ারি শুক্রবার সকালে শ্রীশ্রী ঠাকুরের চিত্রপট সহ নগর পরিক্রমার মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি হবে।