জি রাম জি রেগার নতুন আইন বাতিল করে পুরনো মনরেগা আইন পুনরুজ্জীবিত

Jan 11, 2026

জি রাম জি রেগার নতুন আইন বাতিল করে পুরনো মনরেগা আইন পুনরুজ্জীবিত

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

জি রাম জি রেগার নতুন আইন বাতিল করে পুরনো মনরেগা আইন পুনরুজ্জীবিত করার বার্তা দিয়ে সাংবাদিক সম্মেলনে মিলিত হয় জেলা কংগ্রেস। শনিবার আমবাসা তিত জেলা কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে মিলিত হয় ধলাই জেলার কংগ্রেস নেতৃবৃন্দ। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি নিধু মারাক, কংগ্রেস নেতৃত্ব দিবাচন্দ্র রাংখল, কংগ্রেস নেতৃত্ব ইউব রায় সহ অন্যান্য। সাংবাদিক সম্মেলনে দিবা চন্দ্র রাঙ্খল বলেন রাজনৈতিক ফায়দা তোলার জন্য কেন্দ্রীয় সরকার মনরেগা বাতিল করে নতুন রেগা আইন চালু করতে চলছে। এতে রেগা শ্রমিকরা ক্ষতির সম্মুখীন হতে চলছে। এই নতুন আইনে ৬০ শতাংশ অর্থ কেন্দ্রীয় সরকার বহন করবে এবং ৪০ শতাংশ অর্থ রাজ্য সরকার বহন করবে। এই ৪০ শতাংশ অর্থ রাজ্য সরকার বহন করতে পারবে না বলে এদিন সাংবাদিক সম্মেলনে দিবা বলেন । তিনি বলেন রাজ্যে রাজস্ব আদায়ের তেমন কোন সুযোগ নেই যে রাজ্য সরকার ৪০ শতাংশ অর্থ বহন করতে পারবে। উনাদের দাবি পুরনো মনরেগা পুনরায় পুনরোজ্জীবিত করতে হবে। আর এ নিয়ে সারা দেশের সাথে রাজ্যেও একমাস ব্যাপী কংগ্রেস দল আন্দোলন ধাপে ধাপে গড়ে তুলবে।