পাকা পীচের সড়কে রাস্তার কাজ পরিদর্শন করেন বিধায়ক

Jan 11, 2026

পাকা পীচের সড়কে রাস্তার কাজ পরিদর্শন করেন বিধায়ক

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

চেহেরা পাল্টে গিয়েছে পশ্চিম চেবরি গ্রাম পঞ্চায়েতের রাস্তার। চোখের সামনে দেখতে দেখতে নতুন ঝকঝকে চকচকে পীচের সড়কে জুড়লো চেবরি বাজার থেকে পেকনীছড়া হয়ে গাড়োটিলা পযন্ত রাস্তা।ঝা চকচকে পীচের সড়ক পশ্চিম চেবরি গ্রাম পঞ্চায়েতের উপর দিয়ে এখন চেনাই যায় না রাস্তাকে।দীর্ঘদিন ধরেই রাস্তাটি বেহাল দশায় পড়ে রয়েছে ছিল। প্রতিদিন এই রাস্তার মধ্যে দূর্ঘটনার শিকার হতো বাইক, গাড়ি ও বাইসাইকেল আরোহীরা। স্থানীয় মানুষের জোর দাবী ছিল এলাকার বিধায়কের নিকট ভাঙ্গা রাস্তাকে কালো পীচের সড়কে মুড়ে দেওয়ার। মানুষের দীর্ঘ লালিত স্বপ্ন বাস্তবের মুখ দেখেনি এতদিন।অবশেষে বিধায়ক পিনাকী দাস চৌধুরী এলাকাবাসির স্বপ্ন আজ যেন বাস্তবের মাটি স্পর্শ করলো বি জে পি নেতৃত্বাধীন ত্রিদলীয় জোট সরকারের সময়ে।পীচের সড়কটির নির্মাণকাজও হয়েছে দারুণ বলে জানিয়েছেন এলাকা বাসি।পূর্ত দপ্তরের সড়ক ও বিল্ডিং বিভাগের কাজ এটি।মোট সাড়ে চার কোটি উন্নিশ লক্ষ টাকার কাজ।খোয়াই ব্লকের পশ্চিম চেবরি গ্রাম পঞ্চায়েতের চেবরি বাজার থেকে পেত্নীছড়া হয় গারোটিলা পর্য্যন্ত রাস্তা এটি। গুরুত্বপূর্ণ রাস্তাটি কল্যাণপুর হয়ে তেলিয়ামুড়া পর্যন্ত গিয়েছে। খোয়াই হইতে তেলিয়ামুড়া মূল সড়কের বিকল্প সড়ক পরিচিত।

সর্বদা ব্যস্ততম রাস্তা।তাই স্বাভাবিক ভাবেই পীচের সড়কের দাবী ছিল খুবই যুক্তিযুক্ত।কিন্তু বামফ্রন্ট সরকারের সময় পীচের প্রলেপ আর পড়েনি এই রাস্তায়।স্বপ্ন পূরণ হলো এতদিন পরে বি জে পি নেতৃত্বাধীন জোট সরকারের আমলে। রাস্তার এক পাশে পাকা ড্রেইন ও অনেক জায়গায় পাকা ওয়াল কারা হয়েছে রাস্তা ভাঙ্গন রোধ করা জন্য।মানুষ খুব খুশি।পীচের সড়ক পেয়ে আনন্দের উচ্ছাসে ভাসছে ছোট বড় সবাই। আজ এই নতুন পিচ ঢালাই রাস্তাটি পরিদর্শন করলেন বিধায়কের পিনাকী দাস চৌধুরী। পরিদর্শনকালে বিধায়ক ইঞ্জিনিয়ার দের নিয়ে সমগ্র রাস্তাটি পায়ে হেঁটে দেখলেন রাস্তা নির্মাণের কাজ। রাস্তার কাজ এখনো সমাপ্ত হয়নি আগামী কয়েকদিনের মধ্যে রাস্তার কাজ সমাপ্ত হবে বলে জানা যায়।