ধর্মনগরে এ. কে. নন্দি-র গ্র্যান্ড ম্যাজিক শো-এর বর্ণাঢ্য উদ্বোধন

Jan 11, 2026

ধর্মনগরে এ. কে. নন্দি-র গ্র্যান্ড ম্যাজিক শো-এর বর্ণাঢ্য উদ্বোধন

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শত বার্ষিকী ভবনে আজ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হল এ. কে. নন্দি-র বহুল প্রতীক্ষিত গ্র্যান্ড ম্যাজিক শো। রাজ্যের সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী টিংকু রায় বৃক্ষে জল সেচনের মাধ্যমে এই ম্যাজিক শো-এর শুভ সূচনা করেন।উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলার জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথসহ অন্যান্য বিশিষ্টজনেরা। উদ্বোধন পর্বে মন্ত্রী টিংকু রায় ম্যাজিক শিল্পের গুরুত্ব ও বিনোদনের মাধ্যমে সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়ার ভূমিকা নিয়ে স্বাগত বক্তব্য রাখেন।এরপর শুরু হয় এ. কে. নন্দি-র গ্র্যান্ড ম্যাজিক শো। চোখ ধাঁধানো কৌশল, রহস্যময় উপস্থাপনা ও মন মাতানো ম্যাজিক দর্শকদের মুগ্ধ করে তোলে। প্রথম দিনের শো-তেই বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি অনুষ্ঠানটিকে এক উৎসবমুখর রূপ দেয়।উল্লেখ্য, আগামী আরও দুদিন ধরে চলবে এই গ্র্যান্ড ম্যাজিক শো, যা ধর্মনগরের সাংস্কৃতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন আয়োজক ও দর্শকরা।