দুই বাইক ও এক স্কুটি উদ্ধার, ধৃত বাইক চোর

Jan 11, 2026

দুই বাইক ও এক স্কুটি উদ্ধার, ধৃত বাইক চোর

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

চুরি যাওয়া দুটি বাইক ও একটি স্কুটি সহ এক বাইক চোরকে আটক করলো এডি নগর থানার পুলিশ ।এডি নগর থানার ওসি সুশান্ত দেব এই সংবাদ জানিয়েছেন।

 

সম্প্রতি রাজধানীর বড়দোয়ালী স্কুল সংলগ্ন এলাকা থেকে প্রতাপগড়ের সুভাষ নগরের শ্রীবাস চন্দ্র দে'র বাইক চুরি হয়। বাইক চুরির ঘটনা তিনি এডি নগর থানায় জানান ।অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে এডি নগর থানার পুলিশ ।তদন্তে নেমে পুলিশ চুরি যাওয়া নাম্বার প্লেট বিহীন একটি বাইক উদ্ধার করে ।পরে বাইকটির চেসিজ নাম্বার মিলিয়ে দেখে ,বাইকটি চুরি যাওয়া প্রতাপগড়ের সুভাষ নগরের শ্রীবাস চন্দ্র দের ।এই ঘটনায় পুলিশ এক বাইক চোরকে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ বিভিন্ন স্থান থেকে আরও একটি বাইক এবং একটি স্কুটি উদ্ধার করে। শনিবার এডিনগর থানার ওসি সুশান্ত দেব এই সংবাদ জানান ।তিনি জানান, ধৃত বাইক চোরকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে শনিবারই আদালতে সোপর্দ করা হবে।

এদিকে চুরি যাওয়া বাইক উদ্ধারের খবর পেয়ে শনিবার এডিনগর থানায় উপস্থিত হন সংশ্লিষ্ট বাইক গুলির মালিক রা ।২৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এই বাইক এবং স্কুটি চুরি হয় ।চুরি যাওয়া বাইক উদ্ধারের ঘটনায় এডি নগর থানার পুলিশের ভূমিকায় সন্তোষ ব্যক্ত করেন তারা।