Jan 13, 2026
সোমবার আগরতলা থেকে যাত্রী নিয়ে একটি বাস কৈলাশহর যাওয়ার পথে ২০৮ নং জাতীয় সড়কের কমলপুরের সাইকাবাজার পাড় হয়ে গাড়িটি বাক নিতে গিয়ে গভীর খাদে পড়ে যায়। প্রায় ২০জন যাত্রী আহত হয়। তার মধ্যে গাড়ির কন্ট্রাটর ও চালক গুরুতর আহত হয়। অগ্নি নির্বাপক দপ্তর ও অ্যাম্বুলেন্স গিয়ে আহতদের উদ্ধার করে কমলপুর বিএমএস হাসপাতালে নিয়ে আসে। তবে গাড়ির ড্রাইভার অনেক্ষন আটকে ছিল। পরে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। আহতদের মধ্যে পাঁচজনকে গুরুতর আহত অবস্থায় জেলা হাসপাতাল কুলাইয়ে রেফার করা হয়।
Copyright ©2026 | News Tripura