ভারতবর্ষকে জানতে হলে স্বামী বিবেকানন্দকে জানতে হবে -মুখ্যমন্ত্রী

Jan 13, 2026

ভারতবর্ষকে জানতে হলে স্বামী বিবেকানন্দকে জানতে হবে -মুখ্যমন্ত্রী

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

ভারতকে জানতে হলে স্বামীজিকে জানতে হবে। মঙ্গলবার বড়দোয়ালির নব অঙ্গীকার সামাজিক সংস্থা আয়োজিত রক্তদান ও যুব উৎসবে বললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ।মুখ্যমন্ত্রী আরও বলেন, স্বামীজিকে জানব ,পড়ব কিন্তু তার চিন্তাভাবনার প্রতিফলন করবো না তা হতে পারে না।

 

সোমবার স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্মবার্ষিকী তথা ১৬৪ তম জন্ম দিবস। গোটা দেশে এই দিনটি যুব দিবস হিসেবে পালিত হচ্ছে ।   এই মহান দিনটিকে সামনে রেখে রক্তদান উৎসব এবং যুব উৎসবের আয়োজন করেছে বড়দোয়ালির  নব অঙ্গীকার সামাজিক সংস্থা ।এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদাতাদের তিনি উৎসাহ প্রদান করেন। কথা বলেন রক্তদাতাদের সাথে ।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান,চিকাগোর বিশ্বধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দ গোটা বিশ্বের কাছে এক নতুন ভারতকে তুলে ধরেছিলেন ।বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত ধর্মীয় নেতৃবৃন্দ মনোযোগ সহকারে স্বামীজীর ভাষণ শুনেছিলেন। মুখ্যমন্ত্রী আরও বলেন ,ভারতবর্ষকে জানতে হলে স্বামী বিবেকানন্দ কে জানতে হবে ।তার চিন্ত ভাবনার প্রতিফলন ঘটাতে হবে ।কিন্তু আমরা উনাকে জানবো ,পড়ব, অথচ তার চিন্তাভাবনা মেনে চলব না তা হতে পারে না ।স্ট্যালিন, লেলিন ,মার্কস এই দর্শন মেনে চললে হবে না ।কারণ ভারত ভারতের মতো।

 

অনুষ্ঠানে এলাকার যুবক- যুবতীদের উল্লেখযোগ্য সাফল্যের জন্য সংবর্ধনা প্রদান করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন ,দেশকে দুর্বল করতে আন্তর্জাতিক চক্রান্ত চলছে। কিন্তু আমরা নিরাপদে রয়েছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আমাদের বিশ্বাস রয়েছে।