ইন্দ্র নগরে হাইট বারের গাড়ি আটকে বিপত্তি

Jan 13, 2026

ইন্দ্র নগরে হাইট বারের গাড়ি আটকে বিপত্তি

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

নিয়ম না মেনে গাড়ি চালানোয়  বিপত্তি ।হাইট বাড়ে আটকে গেল একটি পিকনিকের বাস।ঘটনা সোমবার সকালে ইন্দ্রনগর ব্রিজ সংলগ্ন এলাকায়।

 

সম্প্রতি প্রশাসনের পক্ষ থেকে নদীর পাড় দিয়ে ভারী যানবাহন চলাচল রুখতে হাইট বার বসানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয় ।সেই মতো রাজধানীর ইন্দ্রনগর ব্রিজের কাছে একটি হাইট বার বসানো হয় ।ভারী যানবাহনের চাপে বাধের যেন কোন ক্ষতি সাধন না হয় সেই লক্ষ্যেই প্রশাসনের এই উদ্যোগ ।কিন্তু বিধি নিষেধ না মেনে সোমবার একটি পিকনিকের বাস ইন্দ্রনগর ব্রিজ সংলগ্ন হাইট বারে আটকে যায় ।এতে হাইট বারের কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়।ক্ষতিগ্রস্ত হয় সংশ্লিষ্ট গাড়িটির ও। স্থানীয় জনগণ বাসটিকে হাইট বার দিয়ে না চালানোর জন্য চালককে বলেছিলেন। কিন্তু চালক সেই কথা শোনেননি ।এতেই এই বিপত্তির সৃষ্টি হয় ।এদিন স্থানীয় যুবকরা জানান, গাড়িচালক কে একাধিকবার নিষেধ করার পরও তিনি নিষেধ না মেনে হাইট বার দিয়ে গাড়ি ঢুকিয়ে দেন ।এতে হাইট বার এবং গাড়ি দুটোরই ক্ষতি হয় ।বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছে পুলিশ।

 

এদিকে সংশ্লিষ্ট গাড়ির চালক জানান ,তার গাড়ি হাইট বাড়ে যে আটকে যাবে সেই ধারণা তার ছিল না। ইচ্ছাকৃতভাবে তিনি এই কাজ করেননি ।এদিকে হাইট বাড়ে গাড়ি আটকে যাওয়ায় ইন্দ্রনগর সেতু দিয়ে যান চলাচল বেশ কিছুটা সময় ব্যাহত হয়।