১০৬ টি কীর্তনিয়া দলের হাতে বিধায়ীকা বাদ্যযন্ত্র  তুলে দিলেন।

Jan 13, 2026

১০৬ টি কীর্তনিয়া দলের হাতে বিধায়ীকা বাদ্যযন্ত্র তুলে দিলেন।

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

রাত পোহালেই পৌষ সংক্রান্তি। আর এই পৌষসংক্রান্তির দুইদিন আগে তথা আজ সোমবার  কমলপুর মহকুমার ৪৬ নং সুরমা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা স্বপ্না দাস (পাল )নিজের বিধানসভা কেন্দ্রের মোট ১০৬ টি কীর্তনিয়া দলের হাতে বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের অর্থে খোল, করতাল, কাসা, মৃদঙ্গ, হারমোনিয়াম ইত্যাদি বাদ্যযন্ত্র  তুলে দিলেন। বড়সুরমা তহসিল পাড়া মাঠে তথা শিবমন্দিরের পাশে এক অনুষ্ঠানের মাধ্যমে এইসব বাদ্যযন্ত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন সমাজ সেবী সুভাষ আহির, এছাড়া বক্তব্য রাখেন চানকাপ গুরুকুলের প্রতিষ্ঠাতা স্বামী প্রজ্ঞানন্দ সরস্বতী মহারাজ,    সমাজ সেবী সন্তোষ দাস, সভাপতিত্ব করেন দূর্গাচৌমুহনি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভানুপ্রতাপ লোধি।