হুমকি ধমকিতে ভয় পাওয়ার পাত্র নয় মহিলা কংগ্রেস।মন রেগা আইন পুনর্বহালের দাবিতে রাজ্যে জোরদার আন্দোলন চালিয়ে যাবে সংগঠন ।সোমবার কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান প্রদেশ মহিলা কংগ্রেস পর্যবেক্ষক তথা সর্বভারতীয় মহিলা কংগ্রেস সাধারণ সম্পাদিকা লিংকিম হাওকিপ শিংনাইসুই কিম ।
মন রেগা আইন পুনর্বহালের দাবিতে সর্বভারতীয় জাতীয় কংগ্রেস ৪৫ দিন ব্যাপী দেশভর আন্দোলন শুরু করেছে। ৮ই জানুয়ারি থেকে এই আন্দোলন শুরু হয়েছে। চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের সব কটি শাখা সংগঠন এই আন্দোলনে অংশগ্রহণ করবে ।রাজ্যে ইতিমধ্যেই প্রদেশ কংগ্রেস ৮ জানুয়ারি থেকে আন্দোলনে নেমে পড়েছে ।গত ১০ জানুয়ারি রাজ্যের সব কটি জেলায় জেলা কংগ্রেস কমিটি সাংবাদিক সম্মেলন করে ।১১ জানুয়ারি জেলা কংগ্রেস কমিটিগুলির উদ্যোগে অনশন কর্মসূচি পালিত হয় । প্রদেশ কংগ্রেসের মত মহিলা কংগ্রেসও রাজ্যে মন রেগা আইন পুনর্বহালের দাবিতে আন্দোলন সংঘটিত করে তুলবে ।এই আন্দোলন সূচি নির্ধারণ করতে সোমবার কংগ্রেস ভবনে প্রদেশ মহিলা কংগ্রেসের কার্যকরী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় ।এই বৈঠকে উপস্থিত ছিলেন সর্বভারতীয় মহিলা কংগ্রেসের , সাধারণ সম্পাদিকা লিংকিম হাওকিপ শিংনাইসুই কিম ।এদিন প্রদেশ মহিলা কংগ্রেস কমিটির কার্যকরী বৈঠকের আগে কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে মিলিত হন তিনি। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী ,যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা,প্রদেশ কংগ্রেস প্রবক্তা প্রবীর চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দ ।সাংবাদিক সম্মেলনে সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা তথা ত্রিপুরার ইনচার্জ জানান, রেগা আইন পুনর্বহালের দাবিতে রাজ্যেও দুর্বার আন্দোলন গড়ে তুলবে মহিলা কংগ্রেস ।ব্লক, জেলা এবং প্রদেশ মহিলা কংগ্রেস নেতৃবৃন্দদের নিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করে এই সংগ্রাম সংঘটিত করা হবে ।তিনি আরো জানান ,বিজেপি দল হুমকি দেয় ।কিন্তু হুমকি ধমকিতে ভয় পাওয়ার পাত্র নয় মহিলা কংগ্রেস।
সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী ।তিনি মনরেগা আইন পুনর্বহালের দাবিতে কংগ্রেসের আন্দোলনে সকল স্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান।