গাজা-যুদ্ধবিরতি নিয়ে ফের আশার কথা শোনালেন ট্রাম্প

Jul 15, 2025

গাজা-যুদ্ধবিরতি নিয়ে ফের আশার কথা শোনালেন ট্রাম্প

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা করেন ইসরাইল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস শীঘ্রই একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাবে। স্থানীয় সময় রোববার (১৩ জুলাই) মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ট্রাম্প বলেন, ‘গাজা... আমরা আলোচনা করছি এবং আশা করি আগামী সপ্তাহের মধ্যেই আমরা বিষয়টি সমাধান করব।’ট্রাম্প এর আগে ঘোষণা করেছিলেন, ইসরাইল গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় শর্ত মেনে নিয়েছে। আর কাতার ও মিশর হামাসের কাছে প্রস্তাবটি পেশ করেছে।হামাসও এতে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে এবং বলেছে, তারা যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন এবং জিম্মি বিনিময়ের জন্য আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত।যদিও ইসরাইল দাবি করেছে, কাতারের প্রস্তাবে হামাসের সংশোধনী অগ্রহণযোগ্য, তবুও তাদের প্রতিনিধিদল আলোচনার জন্য দোহা সফর করেছে।দোহা আলোচনায় ৬০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতি, ১০ জন জীবিত ও ১৮ জন মৃত ইসরাইলি জিম্মির মুক্তি এবং স্থায়ী যুদ্ধবিরতির বিষয়ে আলোচনার ওপর আলোকপাত করা হয়েছে।যুদ্ধবিরতি হলেও ফিলিস্তিনিদের অন্যান্য দেশে নির্বাসনের লক্ষ্যে রাফায় সামরিক উপস্থিতি বজায় রাখার এবং একটি ‘সংগ্রহ শিবির’ স্থাপনের পরিকল্পনা ঘোষণা করেছে ইসরাইল।