গাড়ি দুর্ঘটনায় আহত নয় বছরের এক স্কুল ছাএ

Jun 28, 2025

গাড়ি দুর্ঘটনায় আহত নয় বছরের এক স্কুল ছাএ

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ    প্রতিদিন রাজ্যের গাড়ি দুর্ঘটনার খবর আসলেও নিরসনের জন্য প্রয়োজনীয় উদ্দ্যেগ লক্ষ্য করা যায় না। ট্রাফিক দপ্তর দুই চাকার মোটর বাইক,তিন- চার চাকার গাড়ি ধর।পাইনের নামে পকেট ভর আর যানবাহন চালকদের হয়রানি করা ছাড়া আর কোন কিছু লক্ষ্য করা যায় না।প্রায় প্রতিদিন মন্দির নগরী উদয়পুরে যান দুর্ঘটনা ঘটে চললে ও দুর্ঘটনা রোধে কোন কার্যকরী পদক্ষেপ লক্ষ্য করা যায় না। মাতা বাড়ি এলাকায় চন্দ্রপুর কলোনী এলাকার হরেকৃষ্ণ নমঃ - র নয় বছরের ছেলে রাস্তা দিয়ে যাবার সময় চড়িলাম থেকে টি আর ০৭ এফ ০৬৫ একটি ইকো গাড়ি বিজয়‌ নমঃ কে সজোরে ধাক্কা দেয়।এতে হরেকৃষ্ণ নমঃ - র ছেলে বিজয় নমঃ রাস্তায় পড়ে যায়। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় গোমতী জেলা হাসপাতালে। বর্তমানে বিজয় নমঃ গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন।তার হাতে, পায়ে এবং শরীরের বিভিন্ন অংশে আঘাত লেগেছে বলে কর্তব্যরত‌ চিকিৎসক চন্দম আচার্য জানিয়েছেন।