Jun 30, 2025
নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ রবিবার কমলপুর মহকুমার সুরমা বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের এক ঘরোয়া সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় ৫ পরিবার কংগ্রেস দলে যোগদান করেন। জানা যায় তিন পরিবার সি পি আই (এম )ও দুই পরিবার বিজেপি থেকে মোট পাঁচ পরিবারের পচিশজন ভোটার জাতীয় কংগ্রেস দলে যোগদান করে। দলে যোগদান কারীদের দলীয় পতাকা হাতে দিয়ে স্বাগত জানান ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা, সুরমা ব্লক কংগ্রেস সভাপতি রতন চন্দ, সুরমা যুব কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ দাস ও ও বি সি সভাপতি অসীম বণিক।
Copyright ©2025 | News Tripura