নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ রবিবার ত্রিপুরা ফটোজার্নালিস্টস এসোসিয়েশনের দ্বিবার্ষিক সম্মেলন ও পরিচালন কমিটির নির্বাচন আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি প্রলয়জিৎ পাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিষ্ঠ চিত্রসাংবাদিক বিকাশ কোলে ও বিকাশ ধর। সকাল সাড়ে এগারটায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন অতিথিরা। সম্মেলনের শুরুতে ভারপ্রাপ্ত সম্পাদক তাঁর প্রতিবেদন ও একবছরের আয়ব্যয়ের হিসাব পেশ করেন। সম্পাদকীয় প্রতিবেদনের উপর আলোচনা করেন অতিথি সহ অন্যান্য সদস্যরা। আলোচনা শেষে সভাপতি তাঁর বক্তব্য পেশ করেন ও দ্বিবার্ষিক সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করেন। দুপুর একটায় শুরু হয় পরিচালন কমিটির নির্বাচনের কাজ। রিটার্নিং অফিসার হিসেবে নির্বাচন পরিচালনা করেন জয়ন্ত ভট্টাচার্য ও প্রিসাইডিং অফিসার হিসেবে ছিলেন উত্তম চক্রবর্তী ও পারিজাত দত্ত। গণনা শেষে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন অভিষেক দেববর্মা ও সহসম্পাদক হিসেবে নির্বাচিত হন ভাস্কর দাস ও মিল্টন ধর। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই জয়ী হয়েছেন সভাপতি পদে প্রলয়জিৎ পাল, সহ সভাপতি পদে প্রবীর দেববর্মা ও সুব্রত দেবনাথ, কোষধ্যক্ষ পদে অর্পণ দে ও কার্যকরী সদস্য পদে অঞ্জন দেব, বাপন দাস, বিষ্ণুপদ বণিক, কৃশানু দেববর্মা, সমীর সাহা ও সুজিত আচার্য।