নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ ধর্মঘটের সমর্থনে ৫৪ কদমতলা কুর্তি বিধানসভার কদমতলা বাজারে বামেদের এক সাড়া জাগানো মিছিল। আগামী ৯ জুলাই দেশব্যাপী সাধারণ ধর্মঘট আহবান করেছে বামপন্থী কেন্দ্রীয় ১০ টি ট্রেড ইউনিয়ন । চারটি শ্রম কোড বাতিল করা, পুরনো পেনশন্ স্কিম পুনর্বহাল করা, বিদ্যুৎ সংশোধনী বিল বাতিল করা সহ ১৭ দফা দাবির ভিত্তিতে আগামীকাল দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে কেন্দ্রীয় ১০ টি ট্রেড ইউনিয়ন। তারই সমর্থনে কদমতলা বাজারে মিছিল এবং সভা অনুষ্ঠিত করে সিপিএম ও তাদের শাখা সংগঠন গুলি। মিছিলটি কদমতলা বাজারের পুরাতন গ্রামীণ ব্যাংকের সামনে থেকে শুরু হয়ে, গোটা বাজার পরিক্রমা করে কদমতলা বাজারের পুরাতন গ্রামীণ ব্যাংকের সামনে সভাস্থলে এসে শেষ হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন বিধায়ক ইসলাম উদ্দিন, সিপিআইএম রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য অমিতাভ দত্ত, সিপিআইএম মহকুমার সম্পাদক মন্ডলীর সদস্য জহরুল হক ও হরিপদ গোস্বামী সহ অনান্য নেতৃত্বরা।