শ্রমিক কর্মচারীদের স্বার্থসংশ্লিষ্ট ১৭ দফা দাবির ভিত্তিতে বুধবার দেশব্যাপী সাধারণ ধর্মঘট

Jul 09, 2025

শ্রমিক কর্মচারীদের স্বার্থসংশ্লিষ্ট ১৭ দফা দাবির ভিত্তিতে বুধবার দেশব্যাপী সাধারণ ধর্মঘট

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ        শ্রমিক কর্মচারীদের স্বার্থসংশ্লিষ্ট ১৭ দফা দাবির ভিত্তিতে বুধবার দেশব্যাপী সাধারণ ধর্মঘট ।দেশের দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এই দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। ধর্মঘটের সমর্থনে রাজ্যেও জোরদার প্রচার চলছে। এই সাধারণ ধর্মঘটের বিরোধিতা করেছে প্রদেশ বিজেপি। বিজেপি এই বন্ধকে কর্মনাশা এবং সর্বনাশা হিসেবে আখ্যায়িত করেছে ।মঙ্গলবার বিজেপি রাজ্য দপ্তরে আহুত এক সাংবাদিক সম্মেলনে এই সর্বনাশা বন্ধের বিরোধিতা করে বিজেপির সহ-সভাপতি পাপিয়া দত্ত জানান ,দেশে একদিন ধর্মঘট হলে পরে কেন্দ্রীয় সরকারকে প্রায় ২৫ হাজার কোটি টাকার ক্ষতির সম্মুখীন হতে হয় ।বিজেপি দল এই বন্ধের বিরোধিতা করে ।তিনি আরো জানান, রাজ্যে এত উন্নয়ন ,সাড়ে চার লক্ষের উপর ঘর প্রদান, মহিলাদের জন্য বাইসাইকেল বিতরণ ,শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থায় এত বৈপ্লবিক পরিবর্তন সবকিছুই বিনা আন্দোলন এবং ধর্মঘটেই হয়েছে ।তিনি আরো জানান, বুধবার রাজ্যের জাতী ও উপজাতিদের মেলবন্ধনের উৎসব খারচি পূজার সমাপ্তি দিন ।এই উৎসবকে বিঘ্নিত করার একটি অপপ্রয়াস কমিউনিস্টরা গ্রহণ করেছে। এই দিনে এই ধরনের ধর্মঘটের কর্মসূচি গ্রহণ করে তারা প্রমাণ করে দিয়েছে কমিউনিস্টরা ধর্মবিরোধী শক্তি ।বিজেপি রাজ্য সহ-সভানেত্রী আরও জানান, রাজ্যবাসী এই ধর্মঘটকে মেনে নেবেন না। বুধবার রাজ্যের সবকিছু স্বাভাবিক থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি। বাইট=52 থেকে সবটা এদিন প্রদেশ বিজেপি সহ-সভানেত্রী পাপিয়া দত্ত জানান ,বন্ধের সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে বাম নেতৃত্ব শংকর প্রসাদ দত্ত বিভিন্ন ক্ষেত্রে ভুল বক্তব্য রাখছেন।