বিজেপি 'র পক্ষ থেকে কমলপুরে বিক্ষোভ মিছিল

Jul 09, 2025

বিজেপি 'র পক্ষ থেকে কমলপুরে বিক্ষোভ মিছিল

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ    বাম ট্রেড ইউনিয়ন 'র ডাকা বন্ধের বিরোধিতা করে আজ বিজেপি 'র পক্ষ থেকে কমলপুরে বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি বিজেপি দলীয় কার্যালয় থেকে বের হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে আবার দলীয় কার্যালয়ের সামনে এসে সমাপ্ত হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন বিধায়ক মনোজ কান্তি দেব, মন্ডল সভানেত্রী শম্পা দাস, যুব মোর্চার রাজ্য কমিটির সহ সভাপতি সুব্রত মজুমদার ও মন্ডলের সাধারণ সম্পাদক কেশব ভৌমিক।এদিকে বি এম এস'র পক্ষ থেকে কমলপুর বাস টারমিনাস থেকে বন্ধের বিরোধিতায় আরেকটি মিছিল বের হয়। সেই মিছিলটি পড়ে কমলপুর মন্ডল কমিটি আহুত মিছিলের সাথে যোগ দেয়।