বন্যা পরিস্থিতি বর্তমানে অনেকটাই স্থিতিশীল  -  জেলাশাসক মোঃ সাজ্জাদ পি

Jul 10, 2025

বন্যা পরিস্থিতি বর্তমানে অনেকটাই স্থিতিশীল - জেলাশাসক মোঃ সাজ্জাদ পি

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ    দক্ষিণ জেলা তথা বিলোনিয়ার বন্যা পরিস্থিতি বর্তমানে অনেকটাই স্থিতিশীল। গতকাল রাত থেকে এখনো পর্যন্ত ভারী বৃষ্টিপাত না হওয়ার কারণে বিভিন্ন জায়গায় জমা জল অনেকটাই নেমেছে। একই সাথে মুহুরী নদীর জল স্থরও অনেকটা নিম্নমুখী রয়েছে। গতকালের ১৫.৭০ থেকে অনেকটা নিচে নেমে মুহুরী নদীর জল বর্তমানে ১৪.৩০ রয়েছে। সারাদিন হালকা বৃষ্টি থাকলেও সন্ধ্যা নাগাদ বৃষ্টি বন্ধ রয়েছে। তবে ভারতীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ রাত এবং আগামীকাল বিলোনিয়াতে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাই লাল সতর্কতা জারি রয়েছে বিলোনিয়াতে। আজ সন্ধ্যা নাগাদ দক্ষিণ জেলার কোটা পরিস্থিতি নিয়ে সাংবাদিক সম্মেলন করে তুলে ধরেন জেলাশাসক মোঃ সাজ্জাদ পি। তিনি জানান সাব্রুম মহকুমাতে তেমন কোনো সমস্যা নেই। শান্তির বাজার মহকুমায় চারটি এবং বিলোনিয়া মহকুমায় ১২টি মোট দক্ষিণ জেলায় 16 টি ত্রাণ শিবির চালু রয়েছে। যদিও পরিস্থিতির কথা মাথায় রেখে দক্ষিণ জেলায় ১২৬টি অস্থায়ী শিবির প্রস্তুত রেখেছে দক্ষিণ জেলা প্রশাসন। বর্তমানে জেলার এই 16 টি শিবিরে ২৪১ টি পরিবারের ৮ শতাধিক মানুষ রয়েছেন। যেখানে শুধুমাত্র বিলোনিয়া মহকুমাতে বারটি শিবিরে ২৩১ পরিবারের 757 জন রয়েছে। তার মধ্যে বেশিরভাগই অর্থাৎ 90% এর বেশি শহর এলাকায়।