নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফি বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করেছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ ।মাধ্যমিক পরীক্ষার ফি ১৩০ টাকা থেকে বৃদ্ধি করে ৩০০ টাকা করা হয়েছে। এর সাথে যুক্ত হবে প্রাকটিক্যাল পরীক্ষার ফি বাবদ আরো ৭৫ টাকা। মোট ৩৭৫ টাকা ।উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফি ১৬০ টাকা থেকে বৃদ্ধি করে ৪০০ টাকা করা হয়েছে। এর সাথে থাকবে প্রতি বিষয়ের প্রাক্টিক্যাল পরীক্ষার জন্য ৭৫ টাকা করে অতিরিক্ত ফি। মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষার ফি বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে গর্জে উঠেছে বামপন্থী দুই ছাত্র সংগঠন sfi এবং টি এস ইউ ।শুক্রবার sfi এবং টি এস ইউর উদ্যোগে যৌথভাবে একটি ধিক্কার মিছিল সংঘটিত করা হয় ।মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শিক্ষা ভবনের সামনে গিয়ে ধরনায় মিলিত হয়।ধরনা থেকে অবিলম্বে পরীক্ষার ফি বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানানো হয় ।এদিন এই কর্মসূচি প্রসঙ্গে এক এসএফআই ছাত্রনেতা জানান ,রাজ্যের শিক্ষা মন্ত্রীই রাজ্যের মুখ্যমন্ত্রী ।কিন্তু শিক্ষা ব্যবস্থার মেরুদন্ড এবং কোমর দুটোই ভেঙে গেছে। ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অর্থ নিয়ে রাজ্য সরকারের কোষাগার বৃদ্ধি করা হচ্ছে। তিনি আরো জানান ,মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফি বৃদ্ধির সিদ্ধান্ত মেনে নেয়া যাবে না। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে ।নতুবা আগামী দিনে ছাত্রদের স্বার্থে এসএফআই আরো বৃহত্তর আন্দোলন সংঘটিত করে তুলবে।