প্রদেশ কংগ্রেস ভবনে প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে এক সাংবাদিক বৈঠক

Oct 11, 2025

প্রদেশ কংগ্রেস ভবনে প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে এক সাংবাদিক বৈঠক

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ   বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস ভবনে প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় । এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা এবং ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের নবনিযুক্ত ইনচার্জ শ্রী হারগুন সিংসহ অন্যান্য নেতৃত্বরা । এদিনের সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা বলেন আগে রাজ্যের যে মাঠগুলো পরিপূর্ণ থাকতো, আজ সেই মাঠগুলো ফাকা । কেননা রাজ্যের যুবসমাজ আজ নেশার মায়াজালে আবদ্ধ , মাঠের গ্যালারীর নিচের দিকে তাকালেই দেখতে পাওয়া যায় বাজারে প্রাপ্ত সকল জাতীয় নেশা সামগ্রীর ব্যবহৃত অংশ বিশেষ । এটা রাজ্যের জন্য এবং রাজ্য সরকারের জন্য লজ্জাজনক , তাই আমরা যুব কংগ্রেস এই বিষয়টিকে ধিক্কার জানাই । এছাড়া আমাদের রাজ্যে টি সি এ , এন এস আর সি সির মত আধুনিকমানের ইনফাসট্রাকচার রয়েছে যার মাধ্যমে রাজ্যের খেলোয়াড়রা নিজেদের প্রতিভাকে আরও বেশি বিকশিত করতে পারে , কিন্তু দুখের বিষয় সেই এন এস আর সি সিতে রাজ্যে শারদীয় দুর্গোৎসব চলাকালীন জলসা চলেছে , রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি খেলাধূলার সাথে জড়িত উনার কাছে খবর পর্যন্ত নেই যে এস আর সি সিতে জলসা চলেছে , কেননা তিনি প্যান্ডেল উদ্বোধন নিয়ে ব্যস্ত ছিলেন । সর্বশেষে প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা রাজ্যের সম্পদ নিয়ে এই নোংরামো যেন বন্ধ হয় এবং তার বিরুদ্ধে যেন কঠোর পদক্ষেপ নেন সেই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ও ক্রীড়া মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে ।