নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ বসে আঁক প্রতিযোগিতার মধ্যে দিয়ে দীপাবলির আগাম বার্তা দিল ফ্রেন্ডস ক্লাব।দীপাবলি কে সামনে রেখে বিবার সকাল বেলা বিলোনীয়া বিদ্যাপীট স্কুল প্রাঙ্গনে পাঁচ টি বিষয় নিয়ে এক মেগা বসে আঁক প্রতিযোগিতার আয়োজন করে। এবার পূজোর থিম ভারতের স্বাধীনতা সংগ্রামে বাঙ্গালিদের অবদান।বিশেষ করে বাংলা এবং বাঙ্গালিদের অবদান তা থিমের মাধ্যমে তুলে ধরার প্রয়াশ।বসে আঁক প্রতিযোগিতায় দু শতাদিকের উপরে কাঁচি কাঁচারা বসে আঁক প্রতিযোগিতায় অংশ গ্রহন করে।১৯৯৮ সাল থেকে তাদের পথ চলা শুরু, মায়ের আরাধনায় ব্রতী হয়েছে দীর্ঘ সাতাশ বছর ধরে।দীপবলি উৎসব কে সামনে রেখে বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ফ্রেন্ডস ক্লাবের আয়োজিত দীপবলি উৎসব কে সফল করার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন।ফ্রেন্ডস ক্লাবের আয়োজিত কর্মসূচি নিয়ে বিস্তারিত ভাবে বলেন ক্লাবের কর্মকর্তা পাভেল দাসএছাড়া ছিলেন ক্লাবের কর্মকর্তা গন।