নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ কংগ্রেস রাজ্য নেতার বাড়িতে শাসক দলীয় কর্মীদের আক্রমণ প্রাণ বাঁচাতে আশ্রয় নিলেন বিশালগড় থানায়, ঘটনা বিশালগড় মহকুমা পুলিশ অফিস সংলগ্ন এলাকায়। কংগ্রেস করার অপরাধে এলাকা ছাড়তে হবে একটাই দাবি শাসক দলীয় কর্মীদের। জানাযায়ী বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক অফিস সংলগ্ন মুড়াবাড়ি এলাকার কংগ্রেসের কিষান মোর্চার রাজ্য কমিটির সদস্য সুভাষ পালের বাড়ির পাশে কোন এক কালী পূজাকে কেন্দ্র করে শনিবার রাতে কংগ্রেস নেতার বাড়িতে ইট পাটকেল ছুঁড়ে শাসকদলীয় নামধারী একাংশ দুষ্কৃতিকারীরা। রবিবার দুপুরে কংগ্রেস নেতা সুভাষ পাল যখন পুরাথল স্থিত তার রাবার বাগানের কাজ সেরে বাড়ি আসেন ঠিক সেই সময় একাংশ শাসকদলের নামধারী দুষ্কৃতিকারীরা তার উপর আক্রমণ চালায় অভিযোগ একটাই তিনি কংগ্রেস দল করেন। এ এলাকায় থেকে কংগ্রেস করা যাবে না সেই সুবাদে তার উপর আক্রমণ চালায় তখন তার স্ত্রী চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে আসলে স্থির উপর ও আক্রমণ করেন দুষ্কৃতিকারীরা। পরবর্তী সময়ে নিজের জীবন বাঁচাতে দৌড়ে আশ্রমে বিশালগড় থানায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে ব্লক কংগ্রেস সভাপতি দিলীপ চৌধুরী। অভিযুক্তদের নাম দিয়ে বিশালগড় থানায় অভিযোগ দায়ের করেন কংগ্রেস নেতা সুভাষ পাল। পাশাপাশি দিনের সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে তিনি জানান প্রতিনিয়ত শাসক দলের নামধারী দুষ্কৃতিকারীরা উনার বাড়িতে উপর আক্রমণ চালায় এলাকাছাড়া করতে।