Oct 13, 2025
নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ গোপন খবরের ভিত্তিতে মধুপুর থানার পুলিশ দেবীপুর রাজারটিলা এলাকায় প্রসেনজিৎ দাসের বাড়িতে হানা দিয়ে ২ লক্ষ টাকার অধিক শুকনো গাজা উদ্ধার করতে সক্ষম হয়। পাশাপাশি গাজার মালিক প্রসেনজিৎ দাস কে ও গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তী সময়ে তাকে গ্রেফতার করে নিয়ে আসে মধুপুর থানায়। তার বিরুদ্ধে এনডিপিএস একটি মামলা হাতে নেই পুলিশ। জানাযায় দীর্ঘদিন যাবত প্রসেনজিৎ দাস দেবীপুর এলাকা দিয়ে গাঁজা বাণিজ্য চালিয়ে আসছিল।এমনকি নিজেও গাঁজা চাষ করে আসছে। তার ঘর থেকে ড্রাম ভর্তি যে গাজা গুলি উদ্ধার করা হয়েছে সম্পূর্ণ তার নিজের চাষ করা গাজা ছিল।
Copyright ©2025 | News Tripura